সেখ ওলি মহম্মদবী,বীরভূম :-সাত সকালেই আসানসোল-রামপুরহাট গামী একটি যাত্রীবাহী বাস বীরভূম জেলার দুবরাজপুরের আলম বাবা মোড়ের কাছে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে একটি মাল বোঝাই ডাম্পারকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইলেক্ট্রিক খুঁটিতে ধাক্কা মারে। ফলে ৫ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১ জনকে গুরুতর আহত অবস্থায় সিউড়ী সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী ৪ জনকে দুবরাজপুর গ্রামীন হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে সদাইপুর ও দুবরাজপুর থানার পুলিশ।