কাজল মিত্র:- আসানসোল লোকসভা উপনির্বাচনকে সামনে রেখে পুরো দমে চলছে নির্বাচনী প্রচার, তাই প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা সাথে দলের উচ্চ নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা। সেই মতে আসানসোল লোকসভা কেন্দ্রের কুলটির নিয়ামতপুরে বুধবারে কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে করা হলো এক মিছিল। তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘন সিনহা সমর্থনে মিছিল করা হলো নিয়ামতপূরের টহরম থেকে লিথুরিয়া রোড হয়ে GT রোড হয়ে নিয়ামতপুর দেবী মন্দির পর্যন্ত মিছিল করা হলো। যেখানে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়, সঙ্গে স্থানীয় কাউন্সিলর ইন্দ্রাণী মিশ্র, প্রাক্তন কাউন্সিলর রাজেশ শাউ, মীর হাসিম সহ অনেকে। নিয়ামতপুরে দলীয়,নিয়ামতপুরে দলীয়
নিয়ামতপুরে দলীয় প্রার্থীর সমর্থনে মিছিল TMCর , উপস্থিত মেয়র বিধান উপাধ্যায়।
MORE NEWS – যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য এবার “পারাবোলা” তৈরি হচ্ছে শিয়ালদহ স্টেশনে।
TV-20 বাংলা:- এবার যাত্রীদের জন্য প্রতীক্ষালয়ের সঙ্গে অতিরিক্ত উপহার ‘পারগোলা’ও মুক্তাঞ্চল। শিয়ালদহ স্টেশনের নতুন ভবনের ছাদের উপর তৈরি হচ্ছে এমনই সুন্দর মনোরম পরিবেশ। ফুলের বাগানের মাঝে থাকবে রংবেরঙের ছাতার সমাহার তথা পারগোলা। ফুরফুরে হাওয়া বা বৃষ্টি, তারই মাঝেই বসে খেতে পারবেন যাত্রীরা। তবে এই খাবার বাইরে থেকে এনেও খেতে পারেন
যাত্রীরা। শিয়ালদহের ডিআরএম এস পি সিং জানিয়েছেন, “ব্যবসার পাশাপাশি যাত্রীস্বাচ্ছন্দ্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই বিনামূল্যে এই যাত্রীদের বিশ্রামের জন্য এমন ব্যবস্থা করা হয়েছে।” বেশকিছু দিন আগেই শিয়ালদহ স্টেশনের পুরুনো রূপ বদলেছে। এবার নবরূপে সেজে উঠবে শিয়ালদহ স্টেশনটি। ১৪ নম্বর প্ল্যাটফর্মের ডানদিকে ১২ হাজার বর্গফুটের এই নবনির্মিত ভবনের দোতলায় প্রথম ও দ্বিতীয় শ্রেণির প্রতীক্ষালয় তৈরি হয়েছে। ট্রেন আসার আগে বা ট্রেন থেকে নেমে সেখানে অপেক্ষা করতে পারবেন দূর দূরান্ত থেকে আসা বা যাওয়া যাত্রীরা। CONTINUE READING
MORE NEWS – উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু কে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়, সোদপুরের এক বেসরকারি হাসপাতালে।
নিশীথ দাস,উত্তর ২৪ পরগনা:- উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু কে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় সোদপুরের এক বেসরকারি হাসপাতালে, অভিযোগ চিকিৎসার গাফিলতিতেই ছাত্রীর মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনা টিটাগর এর বাসিন্দা জুলি কুমারী বয়স ১৮ টিটাগর আর বিদ্যালয় এর উচ্মাধমিকের পরিক্ষার্থী। এপ্রিল মাসের ৩ তারিখ রবিবার আচমকা শ্বাসকষ্ট জনিত সমস্যার হওয়ায় তাকে সোদপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। CONTINUE READING