Wednesday, December 4, 2024
- Advertisement -

নুপুর শর্মার বিরুদ্ধে FIR করলো ” লালবাঁধ হিল ফুল ফুজুল যুব সংগঠন  ।

- Advertisement -

 

ইনামূল ভূঁইয়া, বাঁকুড়া :- বিশ্ব নবী  হজরত মহম্মদ সাঃ নামে কটূক্তি করেছিল , বিজেপির মুখপাত্র নূপুর শর্মা তারই প্রতিবাদ সারা বিশ্ব থেকে এই বাংলায় প্রতিবাদ দেখা গিয়েছিল , এবার বাঁকুড়া জেলায় প্রথমবার  আইনি পদক্ষেপ নিয়ে প্রতিবাদে সামিল শামিল হলেন তালডাংরা থানা অন্তর্গত পাঁচমুড়া এলাকার লালবাঁধ হিল ফুল ফুজুল যুব সংগঠন। তারা এদিন তাদের লোকাল থানায় গিয়ে FIR করেন , সংগঠনের সহ-সভাপতি মতিউল্লা খান জানার আমাদের প্রিয় নবী সাঃ নামে কটূক্তি করবে আমরা তো সহ্য করে থাকবো না , তবে প্রতিবাদ করতে হবে , আমরা আইনি সহায়তার জন্য আজ FIR করলাম । সংগঠনের সদস্য সাজিদ আক্তার জানান প্রতিবাদ করতে কিন্তু আমাদের প্রতিবাদ করতে দেওয়া হচ্ছে না , বিভিন্ন কৌশলে আমাদের মুখ বন্ধ করে দিচ্ছে , তবে আমাদের যুবকদের এগিয়ে আসতে বিভিন্ন অন্যায় প্রতিবাদে সামিল হওয়ার আহবান জানান। এদিন আলিয়ার ছাত্র ও সংগঠনের সদস্য জুলকার খান  জানান বর্তমানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা করছে একধরনের মানুষ , এই ধরনের ব্যাক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে , প্রশাসন কে অতিশীঘ্রই ব্যাবস্থা নিতে হবে , তিনি আরো জানার নূপুর শর্মার সমর্থনে যাঁরা   পোষ্ট করেছে  মিছিল তাদের বিরুদ্ধেও ব্যাবস্থা নিক প্রশাসন , শান্তিপূর্ণ আন্দোলন আমাদের সংবিধান অধিকার দিয়েছে যদি কেউ মনে করে আমাদের মুখ বন্ধ করে দিয়েছেন সেটা ভুল আমরা সংবিধান মেনে আইনি পদক্ষেপ নিয়ে প্রতিবাদ করে  যাব ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments