Friday, December 6, 2024
- Advertisement -

নুরপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের উদ্যোগে দেওয়ান তোলার মোড়ে কৃতী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান। 

- Advertisement -

 

বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার :- প্রতি বছরের ন্যায় এবছরও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী পড়ুয়াদের সংবর্ধনা দিল ডায়মন্ড হারবার ২নম্বর ব্লক নুরপুর অঞ্চল তৃনমূল কংগ্রেস,দেওয়ান তোলার মোড়ে।পাশাপাশি সংস্কৃতি অনুষ্ঠান আয়োজন করা হয় এদিন। জানা যায় এলাকার প্রায় ৩৫ জন পড়ুয়া যারা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ৮৫ পার্সেন্ট এর বেশি অভূতপূর্ব ফল করেছিল তাদের এদিন সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার, ডা:হা: ২নম্বর ব্লকের সভাপতি অরুমোয় গায়েন, ডা:হা:টাউন তৃনমূল সভাপতি অমিত সাহা, জেলাপরিষদের সদস্যা ডলি কোয়াল,নুরপুর অঞ্চল তৃনমূল সভাপতি গৌতম ঘোষ, বিশিষ্ট সমাজসেবী তামরেজ আলী শেখ,বিশিষ্ঠ প্রবীণ সাংবাদিক শাকিল আহমেদ,রফিক মোল্লা ,অরিন্দম ঘোষ,বিশিষ্ঠ শিক্ষক সেকেন্দার আলী,অমেলিন্দ সহ অঞ্চলের আরও অন্যান্য সকল নেতৃত্ব রা। কৃতী ছাত্র ছাত্রীদের এদের প্রত্যেকের হাতে ফুল ও মোমেন্ট সহ অন্যান্য উপহার সামগ্রী তুলে দেওয়া হয়, যাকে ঘিরে আপ্লুত পড়ুয়া। সকলের ভবিষ্যৎ জীবনে সাফল্য কামনা করেছেন স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার। পাশাপাশি ব্লক সভাপতি অরুমোয় গায়েন ও কৃতি ছাত্র ছাত্রীদের জন্য আরো বেশি সাফল্য কামনা করেন।

1 COMMENT

  1. খুব ভালো খবর হয়েছে ।
    এই ভাবেই চলতে থাকুক গ্রামীণ এলাকার খবর গুলি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments