Friday, December 6, 2024
- Advertisement -

নৃসংশতম বর্বরতার সাক্ষী থাকল বসিরহাটের নেহালপুর গ্রাম।

- Advertisement -

নিশীথ দাস, উত্তর ২৪ পরগনা:- নৃসংশতম বর্বরতার সাক্ষী থাকল বসিরহাটের নেহালপুর গ্রাম। বসিরহাটের মাটিয়া থানার নেহালপুর গ্রামের বছর ১১ এর শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ ওঠে তার মাসির প্রেমিকের বিরুদ্ধে। অভিযোগ, সেই ষড়যন্ত্রে মদত দিয়েছিল স্বয়ং ধর্ষিতার মাসি। নিখোঁজের ২৪ ঘন্টা পরে মাটিয়া থানার বিবেকনগর কালুতলা ব্রিজের কাছ থেকে অচৈতন্য অবস্থায় খুঁজে পাওয়া যায় ওই পঞ্চম শ্রেণীর ছাত্রীকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পারিবারিক বদলা নিতেই ওই ছাত্রীর মাসি তার প্রেমিককে দিয়ে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। গুরুতর অসুস্থ ওই ছাত্রী এখন আর জি কর হাসপাতালে ভর্তি। মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে। ইতিমধ্যে অভিযুক্ত মাসি রোজিনা বিবি ও তার প্রেমিক সহর আলী সরদার ওরফে সাগরকে গ্রেপ্তার করেছে মাটিয়া থানার পুলিশ।

তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে ধৃতদের ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। কিন্তু সেই শাস্তিতে সন্তুষ্ট নন ওই শিশু কন্যার গ্রামের মানুষ। তারা চাইছেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক। এমনকি ফাঁসির দাবিও জানাচ্ছেন এলাকার মানুষ। অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এবং এরকম ঘটনা যাতে আগামী দিনে আর না ঘটে তার জন্য সরব হয়েছেন গ্রামবাসীরা।

নৃসংশতম বর্বরতার সাক্ষী থাকল বসিরহাটের নেহালপুর গ্রাম।

MORE NEWS – অনুষ্ঠিত হলো ঘীর্নীগাও তৃণমূল আঞ্চলিক সন্মেলন 2022।

অমিত জীবন রায়, উত্তর দিনাজপুর :- চোপড়ার মাটিতে তৃণমূল যে তাদের দলকে আরো শক্তিশালী করতে ময়দানে নেমে পড়েছে তা ইদানিং প্রলক্ষীত তৃণমূল এর বিভিন্ন আঞ্চলিক সন্মেলন দেখে। শনিবার দুপুর দুটো থেকে চোপড়া ব্লকের ঘীর্নীগাও গ্রাম পঞ্চায়েতের কোটগছ হাইস্কুলে অনুষ্ঠিত হলো ঘীর্নীগাও অঞ্চল তৃণমূল সন্মেলন। উক্ত সন্মেলনে উপস্থিত ছিলেন চোপড়ার MLA হামিদুল রহমান, ব্লক সভাপতি প্রীতিরঞ্জনে ঘোষ, গ্রাম পঞ্চায়েতে সভাপতি আজহারউদ্দিন, যুব নেতা জিয়াউল হক, ডিষ্ট্রিক মেম্বার tmc কামালউদ্দিন, সহ সভাপতি চোপড়া সঞ্জয় সিংহ, tmcচোপড়া মহিলা প্রেসিডেন্ট আশমাতারা বেগম ও জেলা tmcসদস্য জীবন রায় জাকির আবেদীন চোপড়া ব্লক ভাইস প্রেসিডেন্ট সহ তৃণমূলের একাধিক নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। CONTINUE READING

আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিহারীবাবু বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা ।

পাকুয়াহাট পুলিশের জালে আগ্নেয়াস্ত্র উদ্ধার ধৃত এক।

ভারত সেবাশ্রম কে অ্যাম্বুলেন্স প্রদান অধীর চৌধুরীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments