ন্যাপ্রি এফ.থ্রি টিম এর ২০২২ সালের জানুয়ারী মাসের প্রথম স্যানিটারি ন্যাপকিন কার্যক্রম সম্পন্ন করলেন প্রতিষ্ঠাতা সভাপতি নাদিয়া সুলতানা প্রিয়াংকা। নিজস্ব প্রতিনিধি ,বাংলাদেশ :- ন্যাপ্রি এফ.থ্রি – NapreF3 টিম এর ২০২২ এর জানুয়ারী মাসের প্রথম স্যানিটারি ন্যাপকিন কার্যক্রম সম্পন্ন হয়েছে। ২০২২ এ আরও ভালো কিছু করার আশা করছেন ন্যাপ্রি এফ. থ্রি এর প্রতিষ্ঠাতা সভাপতি নাদিয়া সুলতানা প্রিয়াংকা। পিরিয়ড চলাকালীন নারীদের স্বাস্থ্য সুরক্ষিত রাখার লক্ষ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা ও পিরিয়ড সংক্রান্ত ট্যাবু ও নীরবতা ভাঙার প্রয়াসের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওনাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা বলে জানিয়েছেন।
ওনার কার্যক্রমের মধ্যে বাংলাদেশ এর মধ্যে চাঁদপুর জেলার লঞ্চঘাট এর গ্রামটি অন্যতম একটি স্থান। ন্যাপ্রি এফ.থ্রি – Napre F3 টিম বাংলাদেশ এর মধ্যে বিভিন্ন জেলা সুবিধা বঞ্চিত মেয়েদের মাঝে প্রতি মাসে স্যানিটারি ন্যাপকিন বিতর করে থাকে। ন্যাপ্রি এফ.থ্রি – NapreF3 টিম এর প্রতিষ্ঠাতা সভাপতি নাদিয়া সুলতানা প্রিয়াংকা দেশবাসী উদ্দেশ্যে বলেছেন আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।
ন্যাপ্রি এফ.থ্রি টিম এর ২০২২ সালের জানুয়ারী মাসের প্রথম স্যানিটারি ন্যাপকিন কার্যক্রম সম্পন্ন করলেন প্রতিষ্ঠাতা সভাপতি নাদিয়া সুলতানা প্রিয়াংকা
বড়সড় এক্সিডেন্ট ময়নাগুড়ি দমোহানী রেলস্টেশন সংলগ্ন গোয়হাটি গামী এক্সপ্রেস
কোভিড সংক্রমনের হার বৃদ্ধির কারনে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের বিশেষ নির্দেশিকা
Read More – সংলাপে অংশ নিতে বঙ্গভবনে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আ. লীগের প্রতিনিধি দল
সংলাপে অংশ নিতে বঙ্গভবনে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আ. লীগের প্রতিনিধি দল মুকিতুর রহমান , বাংলাদেশ :- রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিতে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলটির প্রতিনিধি দল বঙ্গভবনে প্রবেশ করেছে। সোমবার (১৭ জানুয়ারি) বিকেল চারটায় আওয়ামী লীগের ১০ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে প্রবেশ করে।
নতুন ইসি গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত বছরের ২০ ডিসেম্বর থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন। সংলাপে প্রথম রাজনৈতিক দল হিসেবে জাতীয় পর্টি অংশ নেয়। ওই আলোচনায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছিলেন, গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার এই উদ্যোগ।