নিশীথ দাস,উত্তর ২৪ পরগনা:- পঞ্চম শ্রেণীর এক ছাত্রকে বেধড়ক মারধর করে রক্তাক্ত করে দেওয়ার অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। আর এই ঘটনায় বৃহস্পতিবার সকালে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর ২৪ পরগনা দেগঙ্গার চাকলা গ্রাম পঞ্চায়েতের সুবর্ণপুর এফ পি স্কুল চত্বরে। আক্রান্ত পঞ্চম শ্রেণির ছাত্রের নাম হাসিন আরমান মন্ডল তাকে বাঁশের কঞ্চি দিয়ে পিঠে মুখে এবং নিতম্বের ওপরে নির্মমভাবে প্রহার করেছে স্কুলের শিক্ষক। গাল ফেটে রক্ত বেরোচ্ছে ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে। খবর পেয়ে আক্রান্ত ছাত্রের পরিবারের লোকজন এবং স্থানীয় অভিভাবকরা এসে শিক্ষককে আটকে রাখে। এবং এই ঘটনার পরে অভিযুক্ত শিক্ষক উত্তম কুমার দাস তিনি ভুল স্বীকার করেছেন। কিন্তু এতে ক্ষান্ত হননি আক্রান্ত ছাত্রের পরিবার, পরিবারের পক্ষ থেকে দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷
অভিযোগের ভিত্তিতে স্কুলের প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। তবে শিক্ষাঙ্গনে এভাবে এক ছাত্রকে যেভাবে প্রধান শিক্ষক মেরেছে অমানবিকতার দৃষ্টান্ত ফুটৈ উঠেছে এলাকায়। অভিভাবক থেকে শুরু করে প্রতিবেশীরা ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। প্রধান শিক্ষক উত্তম কুমার দাসের সাফাই তিনি বসে ছিলেন আক্রান্ত হাসিন আরমান মন্ডল ওই ছাত্র তাকে আম ছুঁড়ে মারে তিনি বারবার নিষেধ করেন না শুনলে তিনি এরপর তাকে নির্মমভাবে প্রহার করেছেন তবে এভাবে প্রহার করা ঠিক হয়নি তিনি ভুল স্বীকার করে নিয়েছেন। এই ঘটনায় শিক্ষককে পুলিশ আটক করেছে।
পঞ্চম শ্রেণীর ছাত্রকে বেধড়ক মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে, আটক প্রধান শিক্ষক৷
MORE NEWS – ওভারলোড পাথর পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিবহন দফতরের, আটক দুটি ওভারলোড ডাম্পার।
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া:- ওভারলোড পাথর বোঝাই ডাম্পার ও লরি চলাচলের বিরুদ্ধে এবার অভিযানে নামল বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমা পরিবহন দফতর। আজ সকাল থেকে লাগাতার ভাবে বাঁকুড়ার সোনামুখী থানা এলাকায় অভিযান চালায় পরিবহন দফতরের আধিকারিকরা । অভিযানে দুটি পাথর বোঝাই ডাম্পার আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে পুলিশ প্রশাসন ও পরিবহন দফতরকে বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন বীরভূম থেকে ওভারলোড পাথর বোঝাই ডাম্পার চলাচল করছে বড়জোড়া সোনামুখী রাস্তায়। এর ফলে একাধিক দুর্ঘটনাও ঘটছে। নষ্ট হচ্ছে রাস্তা। শেষ পর্যন্ত ঘুম ভাঙে পরিবহন দফতরের। আজ বিশেষ সূত্রে খবর পেয়ে বিষ্ণুপুর পরিবহন দফতরের আধিকারিকরা অভিযানে নামেন। CONTINUE READING