Wednesday, December 4, 2024
- Advertisement -

পথ দুর্ঘটনা এড়াতে ইন্দাস পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ পালন করা হলো।

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া:- পথ দুর্ঘটনা এড়াতে ইন্দাস পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ পালন করা হলো। সম্প্রতিককালে ইন্দাস থানা এলাকায় দুর্ঘটনার পরিমাণ ক্রমশ বৃদ্ধি পেয়েছে প্রশ্ন উঠতে শুরু করেছিল পুলিশ প্রশাসনের রাস্তায় নজরদারি নিয়ে। এবার দুর্ঘটনা এড়াতে আরো বেশি সর্তকতা অবলম্বন করল ইন্দাস থানার পুলিশ প্রশাসন  বাঁকুড়া জেলা পুলিশের নির্দেশমতো ইন্দাসে বৃহস্পতিবার ইন্দাস থানার ওসির নেতৃত্বে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি করা হয়। সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয় সকলেই যেন হেলমেট পড়ে এবং নিয়ন্ত্রণের মধ্যে গাড়ি চালান। সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি শেষে দু চাকা গাড়ি নিয়ে যারা বাইরে বেরিয়েছেন তাদেরকে দাঁড় করিয়ে গাড়ির সঠিক কাগজপত্র ড্রাইভারি লাইসেন্স আছে কিনা সেগুলি নজরদারি চালানো হয় পাশাপাশি হেলমেট বিহীন বাইক চালকদের সরকারি নিয়ম অনুসারে ফাইন ও করা হয়। ইন্দাস থানার পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ইন্দাস থানা এলাকার সকল সাধারণ মানুষ। সেফ ড্রাইভ সেভ লাইফ

পথ দুর্ঘটনা এড়াতে ইন্দাস পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ পালন করা হলো।

MORE NEWS – হরিশ্চন্দ্রপুরে এক শিব মন্দিরের ঘন্টা চুরির অপরাধে পুলিশের হাতে ধৃত এক দুষ্কৃতী।

মালদাঃ-  হরিশ্চন্দ্রপুরে এক শিব মন্দিরের ঘন্টা চুরির অপরাধে পুলিশের হাতে ধৃত এক দুষ্কৃতী সহ ভাঙা লোহা কারবারকারী তথা ভাঙ্গারওয়ালা। ধৃতরা হলেন জসিমউদ্দিন (৪০) ও তপন দাস (২৫)। পুলিশ সূত্রে জানা যায় জসিমউদ্দিনের বাড়ি তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের তুলসীহাটা গ্রামে ও তপন দাসের বাড়ি মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে। ধৃতদের আজ চাঁচল মহকুমা আদালতে হাজির করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে জসিমউদ্দিনের ভাঙ্গারে তল্লাশি চালিয়ে চুরি হয়ে যাওয়া মন্দিরের তিনটি পিতলের ঘন্টা উদ্ধার হয়েছে। কম টাকার বিনিময়ে চোরেদের কাছ থেকে ঘন্টা গুলি কিনে নিয়েছিল।এদের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা তদন্তে নেমেছে পুলিশ। উল্লেখ্য, গত সোমবার হরিশ্চন্দ্রপুর সংগঠন সংলগ্ন শিব মন্দির থেকে পিতলের ঘন্টা সহ অন্যান্য সামগ্রী চুরি হয়ে যায়। CONTINUE READING

CAA আইন বাতিল করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন, লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী।

পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার ৩২৫ বোতল দেশী মদ গ্রেপ্তার চার ব্যক্তি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments