Saturday, December 7, 2024
- Advertisement -

পবিত্র খুশির ঈদ উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ সামাজিক সংগঠনের।

- Advertisement -

নদিয়া, মাধব দেবনাথ:-  অসহায় মানুষের পাশে দাড়ানোই নৈতিক দায়িত্ব ও লক্ষ্য, বার্তাটি সামনে রেখে এই খুশির ঈদ উপলক্ষে দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করলো মাজিদা ওয়েলফেয়ার সোসাইটি নামক এক সামাজিক সংগঠন। এদিন মাজিদা তার নদীয়ার নবদ্বীপের পার্শ্ববর্ত , মিসবাপুর, তামাঘাটা, পূর্বস্থলী, বেলের হল্ট সহ বিভিন্ন এলাকায় থাকা প্রায় ৩২০ জন অসহায় দুঃস্থ মানুষদের টোটো করে ঘুরে ঘুরে বস্ত্র বিতরণ করলেন। বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুনা নয়, তাঁদের পাশে দাড়ানো ও খুশির দিনে আনন্দ ভাগ করে নেবার নৈতিক দায়িত্ব বলে জানায় সদস্যরা। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত। মাজিদা ওয়েলফেয়ার সোসাইটি সদস্যরা রক্তদানের পাশাপাশি অসহায় মানুষদের নিয়ে কাজ করে যাচ্ছে। এদিন এই বস্ত্র পেয়ে খুশি সেইসব অসহায় দুঃস্থ মানুষের। তবে এদিনের এই বস্ত্র বিতরনের সময় মাজিদা ওয়েলফেয়ার সোসাইটির এক সদস্য আমাদের ক্যামেরার সামনে কি বললেন একবার শুনে নেওয়া যাক। পবিত্র খুশির,পবিত্র খুশির

পবিত্র খুশির ঈদ উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ সামাজিক সংগঠনের।

MORE NEWS – IPL আইপিএল খেলায় বাজি ধরে বারবার সর্বস্বান্ত হওয়ায়, অবশেষে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক যুবক।

Tv20 Bangla:- আইপিএলে বাজি ধরে সর্বস্বান্ত হয়ে আত্মঘাতী এক যুবক, ঘটনায় তীব্র চাঞ্চল্য। জানা যায়, শান্তিপুর ফুলিয়া চটকাতলা এলাকার যুবক সঙ্গম মজুমদার( ৩৪)একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিল। গতকাল রাতে ওই যুবক দোতালার একটি ঘরে বসে টিভিতে আইপিএল খেলা দেখছিল, পাশাপাশি পরিবারকে বলে আমার খাবার রেডি করো। রাত্রি এগারোটা ত্রিশ নাগাদ ওই যুবকের মা রাতের খাবার খাওয়ার জন্য দোতালায় উঠে ওই যুবককে ডাকতে গেলে দেখে ঘরের দরজা খোলা। এরপর ভেতরে গিয়ে দেখে ওই যুবক ঘরের ভেতরে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রয়েছে। যুবকের মা চেঁচামেচি করতেই ছুটে আসে পরিবারের অন্যান্য লোকজন, এরপর তড়িঘড়ি ওই যুবককে উদ্ধার করে ফুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। যদিও যুবকের আত্মঘাতীর ঘটনায় পরিবারের কাছ থেকে জানা যায়, ওই যুবক মাঝেমধ্যেই আইপিএল খেলায় বাজি ধরতো। CONTINUE READING

উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ তীর্থধাম অক্ষয় তৃথী উপলক্ষে উচ্ছে পড়া ভিড় জল্পেশ মন্দির চত্বরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments