নিশীথ দাস,উত্তর ২৪ পরগনা:- উত্তর ২৪ পরগনা পলতা জোহর কলোনিতে এক মহিলার গলাকাটা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। দিন ১৫ আগে এই জহর কলোনির জন ভট্টাচার্যের বাড়িতে ভাড়া আসেন অমর লাল তিনি বায়ুসেনায় কর্মরত ছিলেন৷ অমর লাল তার স্ত্রী অঞ্জনা দেবী এবং তার দুই কন্যা সন্তান কে নিয়ে ভাড়া থাকতেন। ঘটনার সময় স্বামী দুই কন্যা সন্তানকে নিয়ে পার্কে ঘুরতে যায়, পার্ক থেকে ঘুড়ে এসেদেখে গলার নলি কাটা অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন তার স্ত্রী অঞ্জনা দেবী শুক্রবার স্বামী অমর লালকে গ্রেফতার করেছে নোয়াপাড়া থানার পুলিশ৷ দফায় দফায় পুলিশের জেরার মুখে অমর লাল স্বীকার করেছেন তিনিই খুন করেছেন তার স্ত্রী অঞ্জনা দেবী কে ,কিন্তু কি কারণে তার স্ত্রীকে খুন করলেন সে বিষয়ে এখনো জানা যায়নি, এই খুনের ঘটনার তদন্তে নোয়াপাড়া থানার পুলিশ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পলতার জহর কলোনীতে৷
পলতা জোহর কলোনিতে এক মহিলার গলাকাটা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য,গ্রেফতার স্বামী।
MORE NEWS – বারাসাত থানায় গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে সেচ্চায় রক্তদান শিবিরের আয়োজন করা হল শনিবার।
নিশীথ দাস,উত্তর ২৪ পরগনা:- উত্তর ২৪ পরগনা বারাসাত থানার উদ্যোগে শনিবার পালিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। উত্তর ২৪ পরগনা ব্লাড ডোনার অরগানাইজেশনের সহযোগিতায় বারাসাত থানা চত্বরেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।গীষ্মের প্রখর দাবদাহ পরিস্থিতিতে সরকারি ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের আকাল মেটাতে এবার অভিনব উদ্যোগ নিতে দেখা গেল বারাসাত থানার তরফ থেকে।থ্যালাসেমিয়া রোগীর পাশাপাশি সরকারি হাসপাতাল গুলিতে রক্তের আকাল দেখা দেয়।আর এই রক্তের সংকট মেটাতে বারাসাত থানার উদ্যোগে তৃতীয় বর্ষ স্বেচ্ছায় রক্তদান শিবিরে আয়োজন করে মুমূর্ষু রোগীর পাশে দাড়ানোর একটা প্রয়াস। বিশেষ করে থ্যালাসেমিয়া রোগীদের জন্য সারাবছর একটা বিশাল পরিমাণে রক্তের প্রয়োজন হয়।দীর্ঘদিন করোনা পরিস্থিতি, লকডাউন থাকার কারণে রক্ত সংকট দেখা যায়,পরিস্থিতি স্বাভাবিক হলেও সেই রক্ত সংকট এখনো মেটেনি।সেই কারণে বারাসাত থানার ভারপ্রাপ্ত আদিকারিকের উদ্যোগেই এই রক্তদান শিবিরের আয়জন করা হয়।প্রায় শতাধিক পুলিশকর্মীরা এই রক্তদান শিবিরে রক্ত দান করতে অংশ নেয়।পাশাপাশি সংবাদমাধ্যমের কর্মীরাও এই সেচ্ছায় রক্তদান করেন এইদিন।
গোপন সুত্রে খবর পেয়ে ক্রেতা সেজে এক কচ্ছপ বিক্রেতাকে গ্রেফতার করল বনদপ্তর।