Saturday, December 7, 2024
- Advertisement -

পলিথিন নজরে আসছে এগরায়;প্রতিক্রিয়ায় এগরার পৌরপ্রধান স্বপন নায়ক ।

- Advertisement -

চয়ন দাস, পূর্ব মেদিনীপুর :-

রাজ্যে পলিথিন নিষিদ্ধ;মান্যতা দিয়েছেন প্রশাসনিক ও রাজনৈতিক মহল।প্রশাসনিক মহল থেকে পলিথিন নিষিদ্ধ এই নব অভিযান টি প্রস্তাব হয়।সর্বত্র চলছে পলিথিন নিষিদ্ধ প্রচার অভিযান।সেই মোতাবেক এগরা পৌরসভার তরফ থেকে পলিথিন নিষিদ্ধ প্রচার অভিযান হয়। এগরা পৌরসভার পৌরপ্রধান স্বপন কুমার নায়ক পৌর এলাকার বাজারে বারংবার প্রচার করেন,পলিথিন ক্রেতা ও বিক্রেতাকে সতর্কবার্তা দেন।স্বপন বাবু বলেন যাঁরা পলিথিন,পলিব্যাগ বিক্রি করবেন প্রশাসনিক নির্দেশ মতো তাঁকে ৫০০ টাকা ও যাঁরা ক্রয় করবেন তাঁদের জন্যে ৫০ টাকা জরিমানা হবে।জরিমানা ব্যতীত অন্য কোনো আইনী পদক্ষেপ ও নেওয়া যেতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments