বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের কৃষি তথ্য ও উপদেষ্টা কেন্দ্র (ATMA) পক্ষে থেকে, দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তগর্ত মগরাহাট ১ ব্লকে আজ (ATMA) রবি ২০২১-২২ প্রকল্পের অধীনে, উদ্যান পালন বিভাগের প্রদর্শনীক্ষেত্রের জন্য উপকরণ বিতরণ শিবিরের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানটি উপলক্ষে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা, সাথে উপস্থিত মগরাহাট BDO ফতেমা কাওসার, মগরাহাট ১ ব্লকের A.D.O নাজির উদ্দিন আহমেদ, ATMA চেয়ারম্যান তথা দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ সদস্যা তন্দ্রা পুরকাইত, মগরাহাট ১ পঞ্চায়েত সমিতির সভাপতি মিনুফা বেগম ,দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ সদস্য মুজিবর রহমান মোল্লা, সহ অনান্য আধিকারিকগণ। এই শিবির থেকে প্রায় ৫০ জন মানুষের হাতে থাইল্যান্ডের কাঁঠাল চারা ও সরষে খোল তুলে দেওয়া হয়।
পশ্চিমবঙ্গ সরকারের কৃষি তথ্য ও উপদেষ্টা কেন্দ্রর পক্ষে থেকে মগরাহাট ১নম্বর ব্লকে বিদেশি চারাগাছ বিতরণ করা হয়।
MORE NEWS – আদিবাসীদের নিয়ে নির্বাচনী প্রচার করলেন “শত্রুঘ্ন সিনহা।
কাজল মিত্র:-বুধবার আসানসোলের রবীন্দ্র ভবনে আদিবাসীদের সাথে ধামসা মাদল সহকারে আসানসোল লোকসভার নির্বাচনী প্রচার করেন তৃণমূলের প্রার্থী “শত্রুঘ্ন সিনহা” এদিন প্রার্থী শত্রুঘ্ন সিনহা মাদল বাজিয়ে আদিবাসীদের সঙ্গে তালে তাল মিলিয়ে আদিবাসী নিত্য করে। তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা ছাড়াও এদিনের প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক,আই এন টি টি ইউ সির জেলা সভাপতি তথা আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক,আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় সহ তৃণমূলের নেতৃত্ব। এদিন শত্রুঘ্ন সিনহা বলেন আমি ভাবতেই পারছিনা আজ অনেক দিন পর আসানসোলে আবার মাদলের তালে নৃত্য করলাম। এর আগেও আমি আসানসোল এ এসে কালা পাত্থর এ ডান্স করেছিলাম। CONTINUE READING
MORE NEWS – বোমা উদ্ধার খয়রাশোলে।
সেখ ওলি মহম্মদ, বীরভূম:- বীরভূম জেলার রামপুরহাটের বগটুই কান্ডের পর মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন যেখানে যা আছে উদ্ধার করতে। তারপর থেকেই রাজ্য জুড়ে চলছে তল্লাশি। বোমা উদ্ধারের অভিযানে নেমেছে বীরভূম জেলা পুলিশ। আজ বীরভূম জেলার পাঁচড়া থেকে খয়রাশোল যাওয়ার রাস্তায় খয়রাশোল থানা এলাকার CONTINUE READING