সন্দীপ কর্মকার, ছাতনা – কয়েক দিন আগে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বেশ কয়েকটি জায়গায় ফসলের ক্ষয় ক্ষতি হয়েছে। তার মধ্যে ছাতনা ব্লক এর ঘোষের গ্রাম অঞ্চলের বেশ কয়েকটি জায়গায় পশ্চিমী ঝঞ্ঝার সাথে সাথে শিলা বৃষ্টিও হয়েছে। আর এই শিলা বৃষ্টির কারণে ক্ষতির মুখে পড়েছে সরিষা চাষী, আলু চাষী থেকে মুলা চাষী। আজ বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের কিষান ক্ষেত মজুর সেলের সাধারণ সম্পাদক শংকর চক্রবর্তী ক্ষতি হওয়া জমি গুলি পরিদর্শন করেন। এবং 30 জন চাষির হাতে পেঁয়াজ চারা তুলে দেন । এদিন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের কিষান ও ক্ষেতমজুর সেলের সাধারণ সম্পাদক শংকর চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন ছাতনা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য সান্তনু কুন্ডু, ছাতনা ব্লক তৃণমূল কংগ্রেসের এস টি সেলের সহ-সভাপতি রামদাস মুর্মু, সুয়ারাবাকরা বুথের সভাপতি লক্ষীকান্ত কুন্ডু প্রমুখ।
পশ্চিমী ঝঞ্ঝায় ক্ষতি হওয়া চাষীদের হাতে পেঁয়াজ চারা তুলে দিলেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেত মজুর সেল
More News – মন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং দলীয় নেতৃত্বের উপস্থিতিতে তৃণমূলে যোগদান কর্মসূচী
নারায়ণ সরকার, মালদা :- ইংরেজ বাজার পঞ্চায়েত সমিতির চারজন বিজেপি সদস্য দলত্যাগ করে তৃণমূলে যোগদান করলেন। সোমবার দুপুরে মালদা শহরের স্টেশন রোড এলাকায় তৃণমূলের জেলা কার্যালয়ে এই যোগদান কর্ম সূচী অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্র মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি, দলের শ্রমিক সংগঠন আই এন টি টি ইউ সি জেলা সভাপতি শুভদীপ সান্যাল সহ অন্যান্যরা। এদিন বিজেপি দল ছেড়ে আসা পঞ্চায়েত সমিতির সদস্য সাধন মন্ডল, সত্যরাম মন্ডল, পায়েল সরকার এবং দুম্পি সাহার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মন্ত্রী এবং দলের জেলা সভাপতি। Continue Reading
More News- আবুধাবিতে ড্রোন হামলা ২ ভারতীয় নিহত গুরুতর জখম ৬ জন
আবুধাবির দুই জায়গায় হল ড্রোন হামলা। আরব আমিরশাহ আন্তর্জাতিক বিমানবন্দরের এক জায়গা আগুন লাগে। আরেকটি জায়গায় তিনটি তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে। তাদের সন্দেহ, দুটি জায়গাতেই সম্ভবত ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে প্রাথমিক অনুমান সৌদি পুলিশের । প্রসঙ্গত গত ২০১৫-র শুরু থেকেই ইয়েমেনের গৃহযুদ্ধে জড়িত রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের এক গুরুত্বপূর্ণ সদস্য ইউএই। Continue Reading