বিশ্বজিৎ মন্ডল, মালদা:- মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মালদহ জেলা পুলিশের অভিযান অব্যাহত। শনিবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে মালদহের বামনগোলা থানার পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ শ্রীপুর শিব মন্দির এলাকা থেকে এক রাউন্ড কার্তুজ ও আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হবে
পুলিশ সূত্রে জানা যায়, ধৃতের নাম মিলন মণ্ডল ( ২৫)। বাড়ি বামনগোলা ব্লকের জগদলা পঞ্চায়েতের গুয়াবারি এলাকায়।
পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ আধিকারিক রাকেশ বিশ্বাস বলেন,জগদলা পঞ্চায়েতের শ্রীপুর শিবমন্দির এলাকায় ওই যুবককে একা ঘুরতে দেখে পুলিসের সন্দেহ হয়। এবং তাঁকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। ওই যুবককে গ্রেপ্তার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়। রবিবার ধৃত যুবককে জেলা আদালতে পেশ করা হবে।
পাকুয়াহাট পুলিশের জালে আগ্নেয়াস্ত্র উদ্ধার ধৃত এক।
MORE NEWS – বাস হাইজ্যাক করে নিয়ে পালানোর সময় ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়লো এক যুবক।
ডেস্ক রিপোর্ট :- বাস হাইজ্যাক করে নিয়ে পালানোর সময় ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়লো এক যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার আড়াইটা নাগাদ মালদা শহরের রবীন্দ্র ভবন ট্রাফিক সিগনালে। অভিযোগ, মালদা শহরের ৩৪ নং জাতীয় সড়কের ধারে একটি পেট্রোল পাম্পে রাখা ছিল বেসরকারি বাসটি। বাসের ড্রাইভার এবং খালাসী ঘুমাচ্ছিলেন ওই বাসের স্লিপারে। এইসময় অভিযুক্ত যুবক বাস চালু করে ৩৪ নং জাতীয় সড়ক ধরে কালিয়াচক এর দিকে নিয়ে যাচ্ছিল। এমন সময় বাসের ড্রাইভার এবং খালাসীর ঘুম ভাঙলে তারা চিৎকার চেঁচামেচি শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে ট্রাফিক অফিসার প্রীতম সরকারের নেতৃত্বে আটক করা হয় বাসটি। বেগতিক দেখে অভিযুক্ত যুবক পালানোর চেষ্টা করলে তাকে আটক করে ট্রাফিক পুলিশ। CONTINUE READING
মুর্শিদাবাদ জেলার প্রগতি সংঘের ন্যাংটা কালির অনুষ্ঠানে বস্ত্র বিতরণ ও রক্তদান শিবির
আসানসোল উত্তর থানার অন্তর্গত নুনি উপর বাউরি পাড়ায় শনিবার মধ্য রাতে খুন হয় দুই ব্যাক্তির