সঞ্জীব মল্লিক, বাঁকুড়া :-লাগাতার পাত্রসায়ের জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে বেশ কয়েকটি বুনো হাতির একটি দল। বৃহস্পতিবার বাঁকুড়া উত্তর বন বিভাগ সূত্রে জানতে পারা যায়, পাত্রসায়ের রেঞ্জের চক পাত্রসায়ের মৌজায় পনেরোটি বুনো হাতি রয়েছে। সন্ধ্যা হলেই হাতি গুলি লোকালয়ে চলে আসছে এবং ধান সহ অন্যান্য সবজির ব্যাপক ক্ষতি করছে রীতি মতো আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে কৃষকদেরকে। এছাড়াও গত কয়েক দিন আগেই পাত্রসায়ের রেঞ্জের ময়রা পুকুর এলাকায় গত কয়েক দিন আগে একটি মাঝ বয়সী হস্তিনীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছিল। প্রশ্ন উঠেছিল বন দপ্তরের সদর্থক ভূমিকা নিয়ে। কৃষকরা মনে করেছিলেন হাতি গুলোকে দ্রুত অন্যত্র সরিয়ে ফেলা হবে কিন্তু তারপরেও বেশ কয়েক দিন কেটে গেলেও হাতির উপদ্রব কমেনি। রীতিমতো সন্ধ্যার পর থেকে ফসলের উপর হাতির তান্ডব বেড়েই চলেছে। স্বাভাবিক ভাবেই আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। পাত্রসায়রের
বৃহস্পতিবার পাত্রসায়ের থানার ধগড়িয়াতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। বেশ কিছু সময় রাজ্য সড়ক অবরোধ করে তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলতে থাকে। ফলে রাজ্য সড়কে তৈরী হয় যানজট পরিস্থিতি। বিক্ষোভ রতরা হাতি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া, ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তারা। খবর পেয়ে পাত্রসায়ের থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি স্বাভাবিক করেন। পরে প্রশাসনিক আশ্বাসে বিক্ষোভরতরা পথ অবরোধ তুলে নেন।
পাত্রসায়রের ধগড়িয়াতে পথ অবরোধ করে বিক্ষোভে শামিল হলো হাতির হানায় ক্ষতিগ্রস্ত কৃষকরা
সরস্বতী পুজোর ঠিক পরের দিনই অর্থাৎ আগামী কাল সকাল থেকেই আপামর মহকুমাবাসি মজবে গোটা সেদ্ধতে
পিয়ারবেড়া অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আলী হোসেন মল্লিকের উদ্যোগে মাক্স বিতরণ কর্মসূচি
পাত্রসায়র রেঞ্জার শিব প্রসাদ সিংহ বলেন, আমরা হাতি গুলিকে দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। পাশাপাশি যে সমস্ত কৃষকদের ক্ষতির মুখে পড়তে হয়েছে তাদেরকেও সরকারি নিয়ম মেনে দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার সবরকম ব্যবস্থা করা হচ্ছে ।