টিভি ২০ বাংলা ডেস্ক :-
ভর সন্ধেবেলায় ভারতীয় জাদুঘরে আচমকা চললো গুলির তান্ডব। সিআইএসএফ এক জওয়ান অক্ষয়কুমার মিশ্র প্রায় ১৫ রাউন্ড গুলি চালায়।
ঘড়ির কাঁটায় তখন ৬ টা বাজে। আচমকাই ইন্ডিয়ান মিউজিয়ামে চলে গুলির তান্ডব। এই গুলির তান্ডবে একজন কনস্টেবলের মৃত্যু হয়েছে। মৃতের নাম রঞ্জিতকুমার সারেঙ্গী, তিনি অ্যাসিস্ট্যান্ট এসআই পদে নিযুক্ত ছিলেন। এছাড়াও আরো একজন আহত হয়েছেন। আহতের নাম সুবীর মিশ্র, তিনি সিআইএসএফ অ্যাসিস্ট্যান্ট কম্যাডান্ট পদে নিযুক্ত। আশঙ্কাজনক অবস্থায় তাকে আ্যম্বুলেন্সে করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে কলকাতা পুলিশের কমিশনার উপস্থিত হয়েছে।
সূত্রের খবর, কলকাতা পুলিশের বাহিনী জাদুঘরে ঢুকে গেছে, মাইকিং করা হচ্ছে অনর্গল। কিছুদিন আগেই পার্কসার্কাসে এলোপাথাড়ি গুলি চালিয়েছিল কলকাতা পুলিশের একজন কর্মী চৌদুপ লেপচা। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজন মহিলার। এরপর নিজের রিভলভার থেকেই গুলি চালিয়ে আত্মঘাতী হন ওই পুলিশকর্মী।