Monday, January 13, 2025
- Advertisement -

পার্থকে দল-মন্ত্রিত্ব থেকে বহিষ্কার করা হোক, ট্যুইটারে দাবি কুণালের।

- Advertisement -

টিভি ২০ বাংলা ডেস্ক :-

পার্থ চট্টোপাধ্যায়কে দলের সমস্ত পদ থেকে সরানোর দাবি জানিয়ে এদিন ট্যুইট করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, পার্থকে বহিষ্কার করা উচিত।

গত ২২ শে জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের আবাসন থেকে পাওয়া যায় প্রায় ২২ কোটি। এছাড়াও খোঁজ মেলে একাধিক সম্পত্তি, বিদেশি মুদ্রা ও সোনার। এরপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একাধিক ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তাঁরা। গতকাল আবারও খোঁজ মিলেছে অর্পিতার বেলঘরিয়া ফ্ল্যাটে লুকোনো জখের ধনের। একের পর এক বিরোধি দলীয় নেতারা পার্থকে দল থেকে বহিষ্কার করার কথা বলেছেন। এবার বিরোধীদের তালে তাল মিলিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব ও সমস্ত দলীয় পদ থেকে সরানোর দাবি জানিয়েছেন কুণাল ঘোষ।

তিনি বলেছেন পার্থবাবু একাধিক বার মুখ খুললেও তিনি নির্দোষ এমন দাবি তিনি করেননি। এরফলে বারবার দলের দিকে কাদা ছোঁড়া হচ্ছে। তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে বারবার আক্রমন করা হচ্ছে।আর সেই অভিযোগের আঁচ থেকে দলকে বাঁচাতে তিনি ট্যুইটে লিখেছেন ‘পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রীত্ব ও দলের সমস্ত পদ থেকে সরানো উচিত। তাঁকে বহিষ্কার করা উচিত। আমার এই মন্তব্য যদি ভুল মনে হলে আমাকেও দলীয় পদ থেকে সরানোর অধিকার দলের আছে। আমি দলের এক সৈনিক হয়ে কাজ চালিয়ে যাবো।’

অন্যদিকে এই একই সুর শোনা গেছে দেবাংশুর গলায়। সরাসরি নাম উল্লেখ না করলেও তিনি ট্যুইটে লিখেছেন ‘ঠাকুমা বলতেন,ফোঁড়া যখন পুঁজে ভরে এসেছে, অনতিবিলম্বে তাকে ফাটিয়ে দেওয়াই শ্রেয়। শরীর ভালো থাকে, শান্তিতে ঘুমানো যায়। একটি ফোঁড়ার জন্য গোটা শরীরকে কষ্ট দেওয়া বৃথা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments