সুকুমার বিশ্বাস জলপাইগুড়ি :-
ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি বাজারে সিপিআইএমের মিছিল ও পথসভা করে, রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দুর্নীতির বিরুদ্ধে, এবং শিক্ষার ক্ষেত্রে ও বেকার যুবক-যুবতীদের চাকরির দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হোন সিপিআইএম, মিছিল ও পথসভা করেন। সিপিআইএম মিছিলে শ্লোগান ছিল চোর ধরো,জেল ভরো এবং দুর্নীতি মুক্ত করো,রাজ্য শিক্ষার ক্ষেত্রে কোটি কোটি টাকার দুর্নীতি বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করে। জলপাইগুড়ি জেলার কমিটির সদস্য জ্যোতি প্রকাশ ঘোষ বলেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর পার্থ চট্টোপাধ্যায়ের কোটি কোটি টাকার দুর্নীতি,বেকার যুবক যুবতীদের চাকরির দুর্নীতি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের নামে,গত কয়েক বছর থেকে শিক্ষক নিয়োগ হয়নি,বেকার যুবক-যুবতীরা ভবিষ্যৎ অন্ধকার করেছে,এবং রাজ্যে ১০০ দিনের টাকা হিসাব নেই, সরকারের দুর্নীতি বেড়ে চলছে,পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর কোটি কোটি টাকা ধরা পড়েছে তারই প্রতিবাদ জানান সিপিএমের পক্ষ থেকে,সারদা নারদা টাকার কারচুপি রয়েছেন রাজ্য সরকারের এখনো তার সঠিক তদন্ত করা হয়নি, সাধারণ মানুষের টাকার পাহাড় গড়ে তুলেছে পার্থ চট্টোপাধ্যায় তার ঘরে,এই কোটি কোটি টাকা হিসাব দিতে হবে সোচ্চার হন সিপিআইএম। জ্যোতি প্রকাশ ঘোষ বলেন বিজেপি কেন সারদা নারদা তদন্ত বন্ধ করে দেওয়া হলো,এর তদন্ত করা হোক। শিক্ষার দুর্নীতির বিরুদ্ধে কঠোর তদন্ত করা হোক,এবং বেকার যুবক-যুবতীদের এসএসসি ও টেট পাশ করা দের চাকরি দিতে হবে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কোটি কোটি টাকা দুর্নীতির তদন্ত করে বেকার যুবক যুবতীদের চাকরির প্রতিবাদে সোচ্চার সিপিআইএম।