Monday, January 13, 2025
- Advertisement -

পিছিয়ে গেলো চিন্ময় দাস মহারাজের শুনানি 

- Advertisement -

পিছিয়ে গেলো চিন্ময় দাস মহারাজের শুনানি

নিউজ ডেস্ক :- বিচার ব্যবস্থার উপর যে কি ভয়ানক প্রভাব পড়েছে বাংলাদেশ তা স্পষ্ট বোঝা যাও মঙ্গলবারের ঘটনায়। চিন্ময় মহারাজের হয়ে প্রথম দিন ৫১ জন আইনজীবী উপস্থিত ছিলেন। আর মঙ্গলবার তাদের এমন ভয় ধরানো হয়েছে যে একজন আইনজীবী সাহস করে এগিয়ে আসেন নি। ফলে পিছিয়ে গেল জামিন মামলার শুনানি। পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে আগামী ২ জানুয়ারি। ফলে এখনও একমাস কারাগারেই থাকতে হবে চিন্ময় প্রভুকে। এই ঘটনায় উদ্বেগ আরও বাড়ল ইসকন কর্তৃপক্ষের। কলকাতায় সংস্থার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাসের প্রতিক্রিয়া, ”আইনজীবীদের সকলের উপরও হামলা চলেছে। বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা যে তলানিতে, তা আবারও প্রমাণ হল। হিন্দুদের বাসযোগ্যই নেই আর! বিচারের নামে প্রহসন চলছে।” এই অবস্থাকেই বলা চরম আরাজক অবস্থা।

প্রথম দিনের ৫১ জন আইনজীনী প্রাণ ভয়ে ট্রাস্ট। কাউকে মেরে হসপিটালে পাঠানো হয়েছে, কেউ আত্ম গোপন করেছেন। সকলকেই চরম ভয় দেখানো হয়েছে। চিন্ময় প্রভুর পাশে দাঁড়ানোয় মৌলবাদীদের নিশানায় পড়েন তাঁরা সকলেই। ইসকন কর্তৃপক্ষের অভিযোগ, একে একে ৫১ জন আইনজীবীই কোনও না কোনও ভাবে আক্রান্ত হয়েছেন। কারও বাড়ি ভাঙচুর হয়েছে, কারও পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। এক আইনজীবীর উপর এমনই হামলা চলে যে তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালের আইসিইউ-তে ভর্তি। আর তাঁর পরিস্থিতিতে আতঙ্কে পিছু হটেছেন বাকি আইনজীবীরাও। সকল আইনজীবীর বিরুদ্ধেই বিভিন্ন মামলা করা হয়েছে। এখনও একমাস চট্টগ্রামের কারাগারেই বন্দি থাকতে হবে ইসকনের সন্ন্যাসীকে। তবে এই ঘটনা প্রবল আলোড়ন ফেলেছে সব মহলে। সমাজ কর্মীদের অভিযোগ, এভাবে বন্দিকে বিচার পাওয়া থেকে বঞ্চিত করা ইউনুস সরকারের পরিকল্পিত ষড়যন্ত্র, যা একেবারেই মানবাধিকারের পরিপন্থী ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments