নিজস্ব প্রতিনিধি :- সংক্রমণ রুখতে ও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে বন্ধ করা হয়েছে রাজ্যের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান সহ নানান কর্মক্ষেত্র। করোনা সংক্রমন বৃদ্ধির কারনে রাজ্যে আংশিক লকডাউন। এমতাবস্তায় রাজ্যের বকেয়া পুরসভা নির্বাচন নিয়ে রীতি মতন দোটানায় ভুগছিল রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন। তারপরই গত 27শে ডিসেম্বর রাজ্য নির্বাচন কমিশন হাওড়া পুরসভা বাদে বাকি চার পুরসভায় নির্বাচন ঘোষণা করেছিল রাজ্য নির্বাচন কমিশন। যার জেরে শুরু রাজনৈতিক তরজা। করোনা কালে এই পুরসভা নির্বাচন নিয়ে অখুশি ছিলেন বিরোধী শিবির। এবং এই পুরসভা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার রাজ্যের বিরোধী দল বিজেপি গতকাল এই বিষয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানাই ।
তারপরই গতকাল নির্বাচন কমিশনকে তলব করে হাইকোর্ট, এবং কড়া ভাষায় জানিয়েছিল কোভিড পরিস্থিতির দিকে নজর রেখে ৪ থেকে ৫ সপ্তাহ কি শিলিগুড়ি, বিধাননগর, আসানসোল ও চন্দননগরের পুর নির্বাচন পিছিয়ে দেওয়া সম্ভব হবে কিনা সেটি বিবেচনা করে ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নিয়ে কমিশনকে রিপোর্ট জমা পেশ করতে হবে। কিন্তু সেই ৪৮ ঘণ্টার আগেই শনিবার ভোট পেছানোর প্রস্তাব নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিল রাজ্য সরকার। পিছিয়ে দেওয়া হল রাজ্যের ৪টি পুরসভার নির্বাচন। নির্বাচন কবে হবে, সেই নতুন দিনও ঘোষণা করে জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন।
পিছিয়ে দেওয়া হল রাজ্যের ৪টি পুরসভার নির্বাচন
মুখ্যমন্ত্রীর ঘোষণা মতে ,লক ডাউন কাটিয়ে স্বাচ্ছন্দে ফিরছে দীঘা
রাজ্য সরকারের চিঠিতে স্পষ্ট ভাবে জানানো হয়েছে, ‘আসানসোল, চন্দননগর, বিধাননগর ও শিলিগুড়ি এই ৪টি পুরসভার নির্বাচন ২-৩ সপ্তাহ পিছিয়ে দিতে কোন আপত্তি নেই রাজ্যের। সে কারনেই পিছিয়ে দেওয়া হল রাজ্যের চারটি পুরসভার ভোটের দিন। ২২ জানুয়ারি নির্বাচনের বদলে ওই চারটি পুরসভাতে আগামী ১২ ফেব্রুয়ারি হবে নির্বাচন হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন। এর আগে ২২ জানুয়ারি বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর এবং আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে নির্বাচনের দিন ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, নতুন করে মনোনয়ন জমা নেওয়া হবে না। এতদিন যে আদর্শ আচরণবিধি জারি ছিল, তা চলবে। যা যা কোভিড বিধি ছিল, তাও জারি থাকবে । কোভিড সংক্রমনের কারণে ভোট পিছিয়ে যাওয়াতে যার ফলে প্রচারের জন্য একটু বেশি সময় পেয়ে গেলেন দলের প্রার্থীরা। এখনও পর্যন্ত যা সিদ্ধান্ত, তাতে আগামী 27 শে ফেব্রুয়ারি এই চার পুরসভা বাদে বাকি পুরসভা গুলোর ভোট হবে।