লক ডাউনের সময় বাড়িতে অবসর সময় না কাটিয়ে পুতুল বানানোর কাজ শিখে বর্তমানে স্বাবলম্বীর পথে উদয়পুর শান্তিপল্লী এলাকার বাসিন্দা রনজিৎ দেবনাথ। নানান ধরনের সুতো এবং উলের কাজের হরেকরকম পুতুল তৈরী করছে রনজিৎ। তার হাতে তৈরী নিপুন ও সুক্ষ্ম কাজের পুতুল গুলি ইতিমধ্যেই সাধারণ মানুষের নজর কাটছে। আর এর ফলে এখন দিনরাত খেটে পুতুল তৈরী করছেন রনজিৎ। এই বিষয়ে বলতে গিয়ে সে জানায় করোনা মহামারী রুখতে সরকারের তরফে দেওয়া লক ডাউনে বাড়িতে বসে অবসর সময় না কাটিয়ে পুতুল তৈরীর কাজ শিখেছে সে। বর্তমানে নানান রকমের সুতো এবং উলের কাজের তৈরী পোষাকের পতুল তৈরী করছে
এই পুতুল গুলি বিভিন্ন বাজার হাট এবং বিভিন্ন মেলায় দোকান খুলে বিক্রি করা হয় বলে জানান রনজিৎ। এই পুতুল গুলি একশো থেকে তিনশো চারশো টাকা করে বিক্রি হয়। এদিকে সরকারী ভাবে কোনও সহযোগিতা পেলে আগামীদিনে অনেকটাই সুবিধা হতো বলে এদিন ক্যামেরার মুখোমুখি হয়ে জানান রনজিৎ।
পুতুল বানানোর কাজ শিখে বর্তমানে স্বাবলম্বী রনজিৎ
WB MP Exam মাধ্যমিক পরীক্ষার্থীদের চারাগাছ, কলম, জলের বোতল প্রদান
Election campaign প্রচারে বেরিয়ে বিরোধী প্রার্থীর বাড়িতে গেলেন তৃণমূল প্রার্থী হাসিবুর রহমান
Political News রাজনৈতিক তর্কা তর্কি থেকে চলল গুলি, গুলিবিদ্ধ তৃণমূলের এক জন কর্মী সমর্থক।
গাছ লাগানোর বার্তা দিলেন ব্লক২ সভাপতি অরুমায় গায়েন
More News – শীতের দিনে ত্বকের জেল্লা ধরে রাখতে কী খাবেন ?
নিউজ ডেক্স টিভি-২০ বাংলা – শীতে যত বাড়ে ততই ত্বকের সমস্যা তৈরি হয়। শীতের শুরু থেকে নিয়মিত ত্বকের পরিচর্যা করলে আপনি ত্বকের জেল্লা ধরে রাখতে পারবেন। আর যাদের ত্বক এমনিতেই একটু শুষ্ক তাদের কাছে শীতকাল যেন এক দুঃস্বপ্ন। শীতকালে যে শরীর গরম রাখার দিকে নজর দেবে এমন নয়। তার সঙ্গেও আরো নানা দিক দিয়ে নিজের যত্ন নিতে হয়। শীতকালের আবহাওয়া শুষ্ক হওয়াই, তার সঙ্গে শুষ্ক হয়ে থাকে ত্বক। এ সময় নিজের শরীরের ও রূপের যত্ন নেওয়া অবশ্যই জরুরি। Continue Reading