Saturday, December 7, 2024
- Advertisement -

পুরুলিয়ার পুরনো ঝালদা থানায় আগুন।

- Advertisement -

Tv20Bangla:- পুরুলিয়ার পুরনো ঝালদা থানায় আগুন। হঠাৎ করে আগুন লাগায় তীব্র চাঞ্চল্য ছড়ায় ঝালদা শহরে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১টি ইঞ্জিন।ঘণ্টাখানেকের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ঝালদা শহরের মাঝে রয়েছে পুরনো ঝালদা থানার বিল্ডিং। নতুন ঝালদা থানা বিল্ডিং শহর থেকে একটু দূরে স্থানান্তর হলেও পুরনো ঝালদা থানায় এখনো রয়েছে পুলিশ ব্যারেক। রয়েছে পুলিশের কোয়াটার। থানা ক্যাম্পাসের ভেতর হঠাৎ করেই আগুন লেগে যায়। দাঁড়িয়ে থাকা প্রায় প্রায় ৪০ টি বাইক এই আগুনে ভষ্মিভূত হয়ে যায়। আগুন লাগার সঠিক কারণ না জানা গেলও জানা যাচ্ছে অন্নপূর্ণা পূজোর একটি শোভাযাত্রা যাওয়ার সময় পটকা ফাটানো হচ্ছিল। সেই শোভাযাত্রা পেরিয়ে যাওয়ার পরেই দাউদাউ করে জ্বলে ওঠে পুরনো থানা। সন্দেহ করা হচ্ছে হয়তো পটকার আগুন থেকে থানা ক্যাম্পাসে আগুন লেগে যায়।

যদিও অন্নপূর্ণা পূজার শোভাযাত্রার পটকা থেকে আগুন লেগেছে বলে সম্পূর্ণ অস্বীকার করলেন ঝালদা পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তথা সুবর্ণ বণিক সমিতির অন্নপূর্ণা  পূজা কমিটির সম্পাদক বিপ্লব কয়াল। তিনি জানান যে সময় অন্নপূর্ণা পূজার শোভাযাত্রা নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় কোন পটকা ফাটানো হয়নি। এটা সাজানো ঘটনা। পুলিশের প্রত্যক্ষদর্শী কি বলেছে তার জানা নেই। ঝালদা থানার যেখানে আগুন লেগেছিল সেখানে একটা সিসি টিভি রয়েছে। এই সিসিটিভি ফুটেজ তপন কান্দু হত্যাকাণ্ডের অনেক ফুটেজ থাকতে পারে। যেটা সি বি আই তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিক হতে পারে। সিসিটিভি ফুটেজ নষ্ট করার জন্য আগুন লাগানো হতে পারে বলে অভিযোগ করলেন ঝালদা পৌরসভার কাউন্সিলার তথা ঝালদা শহরের কংগ্রেসের কার্যকরী সভাপতি বিপ্লব কয়াল।

পুরুলিয়ার পুরনো ঝালদা থানায় আগুন।

MORE NEWS – হাঁসখালি ধর্ষণের ঘটনায় চলছে বিজেপির ডাকা 12 ঘণ্টা বন্ধ।

Tv20Bangla:- হাঁসখালি ধর্ষণের ঘটনায় বিজেপির পক্ষ থেকে চলছে 12 ঘণ্টা বন্ধ। সকাল থেকেই গোটা হাঁসখালি জুড়ে দোকানপাট বন্ধ। বিজেপি কর্মীরা এর সমর্থনে পতাকা হাতে পথে নেমেছে। উল্লেখ্য গত 5 তারিখে নদীয়ার হাঁসখালি থানার গ্রাম পঞ্চায়েতের শ্যামনগরে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্য সমর গোয়ালীর ছেলে সোহেল গোয়ালীর বিরুদ্ধে । তীব্র যন্ত্রণায় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ওই নাবালিকার মৃত্যু হয় । CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments