Tv20 Bangla:- সারারাত ধরে বিশেষ অভিযান চালিয়ে ৩২৫ বোতল দেশী মদ সহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ। জানাজায় গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালায় শান্তিপুর থানার পুলিশ। এরপর শান্তিপুর থানা এলাকার বিভিন্ন এলাকায় হানা দেয় পুলিশ, হানা দিয়ে ওই এলাকাগুলির ৪ ব্যক্তির কাছ থেকে বেআইনিভাবে মজুদ করে রাখা ৩২৫ বোতল দেশী মদ উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ, পাশাপাশি ওই চার ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশ জানা যায়, ধৃত ব্যক্তিদের নাম সুকুমার দাস, রবি মন্ডল, সুজন বিশ্বাস ও দীপক সরকার। এদের প্রত্যেকের কাছ থেকেই ওই মজুদ করে রাখা দেশী মদ গুলি উদ্ধার হয়। বৃহস্পতিবার ধৃত ৪ ব্যক্তিকে রানাঘাট বিচারবিভাগীয় আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। যদিও পুলিশ সূত্রে জানা যায়, আগামী দিন থেকে একইভাবে বিশেষ অভিযান চালাবে শান্তিপুর থানার পুলিশ। পুলিশের ,পুলিশের
পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার ৩২৫ বোতল দেশী মদ গ্রেপ্তার চার ব্যক্তি।
MORE NEWS – বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ডেপুটেশন আইসিডিএস অফিসে।
নারায়ণ সরকার, মালদা, ১১ মে:- ওয়েস্টবেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়াকার্স এন্ড হেল্পার ইউনিয়ন গাজোল ব্লক প্রজেক্ট এর উদ্যোগে ১৫ দফা দাবি নিয়ে গাজোল আইসিডিএস অফিসে ডেপুটেশন দেন বুধবার।অফিসের সামনে তাদের দাবি নিয়ে বিক্ষোভ দেখান তারা প্রথমে গাজোল ব্লক ক্যাম্পাসের সামনে জমায়েত হন সেখান থেকে মিছিল করে গাজোল ধর্মতলা মোড় আইসিডিএস অফিস প্রাঙ্গণে আসেন এবং বিভিন্ন দাবি নিয়ে তারা ডেপুটেশন দেন। বিক্ষোভকারী লালমনি সিংহ বলেন, আমরা আজ বিভিন্ন দাবি নিয়ে গাজোল আইসি ডি এস দপ্তরে সিডিপিও কে ডেপুটেশন দেওয়া হয়। আমরা প্রথমে গাজোল ব্লক ক্যাম্পাসের সামনে জমায়েত হয় সেখান থেকে মিছিল করে গাজলের ধর্মতলা মোড় আইসিডিএস প্রাঙ্গণে, CONTINUE READING
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-২ ব্লকের পঁচেট মোড়ে, দেশি মদ বিক্রির জন্য পোস্টার।
গৃহবধু হত্যার অভিযোগে গ্রেফতার তিন, দোষীদের কঠোর শাস্তির দাবীতে গ্রামবাসীদের মিছিল।
কাঞ্চন মল্লিকের জন্মদিনের পরে ফের জল্পনার মুখে বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী।
Mobile Phone মোবাইল ফোন বিগড়ে দিতে পারে হৃদ্যন্ত্রের সমস্যায় ভোগা মানুষদের পেসমেকার।