পূজোয় বন্ধ থাকবে শান্তিনিকেতনের সোনাঝুরি হাট ! ভিড় সামলাতেই প্রশাসনের নির্দেশ, হতাশ পর্যটকরা
মনিপুষ্পক খাঁ, শান্তিনিকেতন : – বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরি হাট পর্যটকদের অন্যতম এক প্রিয় জায়গা। জঙ্গলের মধ্যে সোনাঝুরি হাটে হরেক রকম পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। বিভিন্ন ধরনের কাঁথা স্টিচের পোশাক থেকে শুরু করে হ্যান্ডক্রাফ্টের গয়না , নিত্য প্রয়োজনীয় সামগ্রি, ঘর সাজানোর জিনিস ইত্যাদি পাওয়া যায় এই জনপ্রিয় হাটে। শান্তিনিকেতনে পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু এই সোনাঝুরি হাট। জঙ্গলে ঘেরা এই হাটে ঘুরতে ঘুরতে আদিবাসী নৃত্য, বাউলের গান আরো সুমধুর করে তোলে পর্যটকদের অভিজ্ঞতা কে। বছরের প্রায় সিংহভাগ সময়ই পর্যটকদের ভিড় লেগে থাকে সোনাঝুরি হাটে। তবে শান্তিনিকেতনের বিভিন্ন অনুষ্ঠান , বাঙালির বিভিন্ন অনুষ্ঠানে অতিরিক্ত পর্যটকের চাপ পড়ে এই হাটে । পর্যটকদের ভিড়ে অবস্থা এমনই সঙ্গিন হয়ে পড়ে যে পুলিশ প্রশাসনের কাল ঘাম ছুটে যায়। তাই বাঙালির সবচেয়ে বড় উৎসব দূর্গা পূজায় শান্তিনিকেতনে আগত পর্যটকদের ভিড়ের কথা মাথায় রেখে, চূড়ান্ত অব্যবস্থা রুখতে পুজোয় সোনাঝুরি হাট বন্ধের সিদ্ধান্ত নিল বোলপুর শান্তিনিকেতনের পুলিশ প্রশাসন। জানা গেছে, পূজোর সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী দিন সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে সোনাঝুরি হাট।
ফলে পুজোয় আগত শান্তিনিকেতনের পর্যটকদের সোনাঝুরি হাট না দেখেই ফিরতে হবে হতাশ হয়ে । পুজোর কয়েকদিন ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় বেশ সমস্যায় স্থানীয় হাটে বসা বিক্রেতারাও। তবে প্রশাসন সূত্র জানা গেছে পুজোর দিনগুলিতে চূড়ান্ত অব্যবস্থা, বিশৃঙ্খলা রুখতেই এই নির্দেশ।