সঞ্জীব মল্লিক, বাঁকুড়া : পূর্ব নবাসন গ্রামে অনুষ্ঠিত হল রানিং ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল পর্ব। সোনামুখী ব্লকের পূর্ব নবাসন পঞ্চায়েতের শ্রীমা ক্লাবের পরিচালনায় এবং চিত্ত রঞ্জন সরকার এবং সনদ কুমার বাগদীর স্মৃতির উদ্দেশ্যে আটটি দল নিয়ে শুরু হয়েছিল একটি রানিং ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের ফাইনাল পর্ব অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। যেখানে অংশগ্রহণ করেছিলেন ওন্দা আশ্রয় ওয়েলফেয়ার সোসাইটি ও দুর্গাপুর প্রগতী সংঘ ক্রিকেট একাদশ। দুই দলের মধ্যে টানটান লড়াই শেষে দুর্গাপুর জয়লাভ করে। খেলা দেখতে মাঠের চারি দিকে ক্রিকেট প্রেমী দর্শকরা ভিড় জমিয়েছিলেন। ফাইনাল ম্যাচে দুর্গা পুরের প্রগতি সংঘের পুচু ম্যান অফ দ্যা ম্যাচ হল ও ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন ওন্দা আশ্রয় ওয়েলফেয়ার সোসাইটির কৃষ্ণা কয়রা । খেলার ফাইনাল পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা ।
পূর্ব নবাসন গ্রামে অনুষ্ঠিত হল রানিং ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল পর্ব
সরস্বতী পুজোর ঠিক পরের দিনই অর্থাৎ আগামী কাল সকাল থেকেই আপামর মহকুমাবাসি মজবে গোটা সেদ্ধতে
Read More- এগরা পৌরসভা নির্বাচনের প্রাককালে ৮ নং ওয়ার্ডে তৃণমূলের সংগাঠনিক সভা হলো
চয়ন দাস ,পুর্ব মেদিনীপুর :- আজ এগরা পৌরসভার ৮ নং ওয়ার্ডে সাংগাঠনিক সভা অনুষ্ঠিত হয়। আগামী ২৭ শে ফেব্রুয়ারি এগরা পৌর সভা নির্বাচন। নির্বাচন কে লক্ষ্য করে তার প্রাক কালেই সভা। সেন্ট্রাল বাস স্ট্যান্ড প্রাঙ্গনে সুসম্পন্ন হয় সাংগাঠনিক সভা। সভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তাহের খাঁন, লিয়াকত, ওয়ার্ড সভাপতি নাসির খাঁন, ওয়ার্ড তৃণমূল নেতা উদয় পাল। বিশেষ অতিথি ছিলেন- পাটাশ পুরের বিধায়ক উত্তম বারিক, ড: বাদল অশ্রু ঘাটা সহ অন্যান্য শুভানুধ্যায়ী ব্যাক্তি বর্গ ও নেতৃত্বরা। শতাধিক তৃনমূলের সমর্থক উপস্থিত ছিলেন সভায়। বক্তব্যে পটাশপুরের বিধায়ক উত্তম বারিক বলেন Continue Reading