Tv20 Bangla:- দেশি মদ বিক্রির জন্য পোস্টার! পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-২ ব্লকের পঁচেট মোড়ে বিভিন্ন দোকানের দেওয়ালে দেওয়ালে দেশি মদ বিক্রির পোস্টার দেখা যাওয়ার ঘটনায় বুধবার এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ওই পোস্টারগুলিতে প্রকাশ্যে দেশি মদ বিক্রির কথা উল্লেখ করা হয়েছে। এক ব্যক্তির নাম, ঠিকানা সহ মোবাইল নম্বর উল্লেখ করা রয়েছে। জানা গেছে, পোস্টারে উল্লেখিত ব্যক্তি পেশিয় স মিল কারখানার মালিক। তার দাবি, তাকে কেউ ফাঁসানোর জন্য রাতের অন্ধকারে এইভাবে গোটা এলাকায় তার নামে পোস্টার লাগিয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তিনি জানেন না। এ বিষয়ে তিনি পটাশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন।
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-২ ব্লকের পঁচেট মোড়ে, দেশি মদ বিক্রির জন্য পোস্টার।
MORE NEWS – অবৈধ পার্কিং রুখতে ফুটপাতে উচ্ছেদ অভিযান।
নারায়ণ সরকার, মালদা, ১০ মে:- মঙ্গলবার সকালে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে অস্থায়ী ভাবে গড়ে ওঠা ফুটপাতের ওপর জবরদখল হয়ে থাকা দোকান এবং পণ্যবাহী লরি অবৈধ পার্কিং সরাতে অভিযান চালাল মালদা জেলার পুরাতন মালদা পৌরসভা ও মালদা থানা। উল্লেখ্য, মঙ্গলবাড়ী চৌরঙ্গী মোড় হইতে নলডুপি এলাকা পর্যন্ত ব্যাপক যানজটের সৃষ্টি হত ফলে মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছিল প্রশাসনের। সুধু তাই নয় ব্যাপক যানজটের ফলে এম্বুলেন্স থেকে শুরু করে যাত্রীবাহী বাসকে যানজটের সম্মুক্ষিন হতে হত। অবশেষে বাধ্য হয়ে অভিযানে নামতে হল পুরাতন মালদা পৌরসভা ও মালদা থানার পুলিশ প্রশাসনকে। এদিন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ ও মালদা থানার আইসি হীরক বিশ্বাস, CONTINUE READING
MORE NEWS – গৃহবধু হত্যার অভিযোগে গ্রেফতার তিন, দোষীদের কঠোর শাস্তির দাবীতে গ্রামবাসীদের মিছিল।
Tv20 Bangla:- গতকাল বাঁকুড়া জেলার রতনপুরে উদ্ধার হয় এক গৃহবধূর মৃতদেহ। গৃহবধূর পরিবার সূত্রে ওঠে যে পরিকল্পনা মাফিক শ্বশুর বাড়ির লোকজন তাকে হত্যা করেছে। এই বিষয়ে নিকটস্থ পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন মৃত গৃহবধূর সোনালী পরামানিকের (২৫) বাড়ির লোকজন। গৃহবধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছিল ওন্দা থানার অধীনস্থ পুলিশ ফাঁড়ির পুলিশ। আজ পুলিশ মৃতার স্বামী সোমনাথ পরামানিক ও তার মা, বাবাকে গ্রেপ্তার করে বাঁকুড়া জেলা আদালতে পেশ করলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। যদিও গৃহবধূর এই মৃত্যু খুন নাকি আত্মহত্যা তদন্ত সাপেক্ষ তবুও তার শ্বশুরবাড়ির অমানবিক অত্যাচারেই গৃহবধূর মৃত্যু হয়েছে সেই অভিযোগেই একটি মিছিল বের করেন গ্রামবাসীরা। CONTINUE READING