নিশীথ দাস,উত্তর ২৪ পরগনা:- সারাভারত যুবলীগ মধ্যমগ্রাম কমিটির পক্ষ থেকে মধ্যমগ্রাম ত্রিনাথ পেট্রোল পাম্পে বিক্ষোভ, অবরোধ করে ৩৪ নম্বর জাতীয় সড়ক। শনিবার পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারাভারত যুবলীগ মধ্যমগ্রাম কমিটি মধ্যমগ্রামে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে উত্তর ২৪ পরগনা মধ্যমগ্রাম যশোর রোডের পাশে ত্রিনাথ পেট্রোল পাম্পের সামনে। পূর্বঘোষিত যুবলীগের এই কর্মসূচি গত ৬ই এপ্রিল থেকে আগামী ১২ই এপ্রিল পর্যন্ত এই বিক্ষোভ প্রদর্শন চলবে রাজ্যজুড়ে। তাদের দাবি পেট্রোল ডিজেলের উপর থেকে কর মুকুব করতে হবে, এই আবেদন কেন্দ্রীয় সরকারকে যুবলীগের তরফ থেকে আগেই করা হয়েছিলো।
২বছর কোভিড পরিস্থিতি কাটিয়ে মানুষ এমনিতেই দিশেহারা, তার উপরে জিনিসপত্রের দাম যেহারে বৃদ্ধি পাচ্ছে, পেট্রোল ডিজেল সহ রান্নার গ্যাসের দাম বৃদ্ধি যে হারে বেড়েছে তাতে সাধারণ মানুষের অবস্থা শোচনীয়। সেই কারণেই যুবলীগ পথে নামতে বাধ্য হয়েছে, এরপরেও যদি কেন্দ্রীয় সরকারের টনক না নড়ে তাহলে এর পর তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলে জানান যুবলীগের মধ্যমগ্রাম কমিটির নেতৃত্ব। শনিবার প্রায় ২০ মিনিট ধরে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করার পর তারা অবরোধ তুলে নেয়।
পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারাভারত যুবলীগ মধ্যমগ্রাম কমিটির পক্ষ থেকে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ।
MORE NEWS – 75 মাইক্রোনের নিচে ক্যারি ব্যাগ নিষিদ্ধ করার প্রাক মুহূর্তে বাজারগুলোর ক্রেতা এবং বিক্রেতাদের জনমত তৈরি করতে কথা বললেন বিধায়ক।
মাধব দেবনাথ, নদীয়া:- 75 মাইক্রোনের নিচে ক্যারি ব্যাগ নিষিদ্ধ করার প্রাক মুহূর্তে বাজারগুলোর ক্রেতা এবং বিক্রেতাদের জনমত তৈরি করতে কথা বললেন বিধায়ক এবং পুরসভার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান, বজ্র আঁটুনি ফস্কা গেরোর সম্ভাবনা দেখছে ক্রেতা-বিক্রেতারা আগামী পয়লা বৈশাখ বছরের প্রথম দিন থেকে শুরু হতে চলেছে শান্তিপুর পৌরসভার কড়া সিদ্ধান্ত, 75 মাইক্রোনের নিচে প্লাস্টিক ক্যারি ব্যাগ এবং অন্যান্য সামগ্রী ব্যবহার নিষিদ্ধর বিষয়ে। এ ব্যাপারে সমস্ত সামাজিক সংগঠন গুলিকে নিয়ে গতকাল পৌরসভায় আয়োজিত এক আলোচনা সভা। সেই সভা থেকেই সিদ্ধান্ত অনুযায়ী আজ সকালে বেশ কয়েকটি বাজারে ক্রেতা এবং বিক্রেতা জনমত তৈরি করতে পৌঁছালেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ এবং ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক। CONTINUE READING