বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- লাগাতার পেট্রোল-ডিজেল,রান্নার গ্যাস ও ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডায়মন্ড হারবার ২নম্বর ব্লক আশাপূ্র অঞ্চল তৃণমূল কংগ্রেসের পদযাত্রা। রবিবার বৈকালে ঠাকুর তোলা থেকে আশাপূর পর্যন্ত পায়ে হেঁটে প্রতিবাদ মিছিল হয়,নেতৃত্বদেন আশাপূ্র অঞ্চলের কৃষাণ সেলের সভাপতি দেবব্রত খাড়া । এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন,মাথুর অঞ্চলের উপপ্রধান প্রবীর পাত্র,বিশিষ্ঠ সমাজসেবী কার্তিক গাঙ্গুলি,সদস্যা তাপসী খাড়া সহ অঞ্চলের সকল তৃনমূলের নেতৃত্বরা। প্রতিবাদ মিছিল প্রসঙ্গে বিশিষ্ঠ সমাজসেবী কার্তিক গাঙ্গুলি বলেন সাধারণ মানুষের কথা না ভেবেই লাগাতার দাম বৃদ্ধি করছে কেন্দ্রীয় সরকার। পেট্রোল-ডিজেলের এই মূল্যবৃদ্ধি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি কে উৎখাত করবে দেশ থেকে। শুধু তাই নয়, সাধারণ মানুষের ওপর এই আর্থিক চাপ বালিগঞ্জ আসানসোল উপ নির্বাচনে প্রভাব ফেলবে। ওপর দিকে দেব্রতো খাড়া বলেন দিনের-পর-দিন পেট্রোল ডিজেল গ্যাস এমনকি ওষুধ মহার্ঘ হচ্ছে। পরিস্থিতি সাধারণ মানুষের আয়ত্বের বাইরে চলে যাচ্ছে। বিজেপি এর উপযুক্ত জবাব পাবে। প্রসঙ্গত তৃণমূলের রবিবাসরীয় প্রতিবাদ মিছিলে প্রায় শতাধিক তৃণমূল কর্মী সমর্থক জমায়েত হয়।
পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস ও ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আশাপুরে তৃনমূলের বিক্ষোভ মিছিল।
MORE NEWS – গ্রেপ্তারির ভয়ে অনুব্রত মন্ডল হাজিরা এড়িয়ে যাচ্ছেন বললেন অর্জুন সিং।
নিশীথ দাস,উত্তর ২৪ পরগনা :- হাই কোর্টে রক্ষাকবচের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর গরু পাচার কাণ্ডে বীরভূম জেলার দাপুটে নেতা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলকে ফের তলব করেছে সিবিআই। এর আগে চার বার হাজিরার নোটিশ তিনি এড়িয়ে গিয়েছেন। আগামী ৬ এপ্রিল সকাল ১১ টায় নিজাম প্যালেসে অনুব্রত মন্ডলকে হাজিরা দিতে বলেছে সিবিআই। শনিবার সন্ধেয় জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত প্রসঙ্গে বিজেপির রাজ্য সহ-সভাপতি তথা সাংসদ অর্জুন সিং বলেন, গ্রেপ্তারির ভয়ে অনুব্রত মন্ডল হাজিরা এড়িয়ে যাচ্ছেন। নবান্নের নির্দেশ মতো ওনি বক্তব্য পেশ করছেন। আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে সাংসদ অর্জুন সিং বলেন, প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন থাকলে দুটি কেন্দ্রেই বিজেপির জয় নিশ্চিত। CONTINUE READING