Tv20bangla বাঁকুড়া : পাত্রসায়র বাসস্ট্যান্ড এলাকায় সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়কের নামে পোস্টার রাজনৈতিক তরজা। বাঁকুড়া জেলার পাত্রসায়র ব্লকের পাত্রসায়ের বাসষ্ট্যান্ড এলাকায় শনিবার সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামীর নামে পোস্টার ঘিরে এলাকার সাধারণ মানুষের মধ্যে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। শুরু হয়েছে বিজেপি তৃণমূল রাজনৈতিক তরজা। যেখানে পোস্টারে লেখা রয়েছে ” বিধানসভা নির্বাচন 2021 এর ফলাফলের পর থেকে সোনামুখী বিধানসভার বিধায়ক দিবাকর ঘরামী মহাশয় নিখোঁজ সন্ধান থাকলে সহৃদয় ব্যক্তিরা জানাবেন, পাত্রসায়ের ব্লকের সাধারন মানুষ ” তবে বিজেপি বিধায়কের নামে এই ধরনের পোস্টার ঘিরে রীতিমতো অস্বস্তিতে পড়েছেন বিধায়ক ।
সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী এই ঘটনায় শাসক দলকে নিশানা করেন । তিনি বলেন এটা তৃণমূল কংগ্রেসের একটা চক্রান্ত । 2021 বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর আমাকে তৃণমূল কংগ্রেসে যোগদান করানোর চেষ্টা করেছে কিন্তু সফল না হয়ে এখন আমার নামে মিথ্যা অপপ্রচার করছে । তৃণমূল কংগ্রেসকে উপদেশ দিয়ে তিনি বলেন , আপনারা মানুষের পাশে থাকার চেষ্টা করুন তৃণমূল কংগ্রেসের পাশে মানুষ নেই । বিজেপির পাশে মানুষ রয়েছে এবং থাকবে বলেই জানান তিনি ।
তবে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপিকে আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ ব্যানার্জি বলেন , এটা বিজেপির অন্তর্কলহ এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোন অংশেই জড়িত নয় । বিজেপির এক গোষ্ঠী অপর গোষ্ঠীর বিরুদ্ধে লিখছে যে গোষ্ঠী লিখছে তারা জনগণ হয়ে যাচ্ছে ।
পাত্রসায়র বাসস্ট্যান্ড এলাকায় বিধায়কের নামে পোস্টার রাজনৈতিক তরজা ।
More News – বিশ্ব শিশু দিবসে হারিয়ে যাওয়া শৈশব ফিরিয়ে আনতে অভিনব প্রচেষ্টা
নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর :-শিশু দিবস বলতে আমরা বুঝি বিদ্যালয় প্রাঙ্গণে বা বিভিন্ন সংস্থা গুলোতে ছাত্রছাত্রীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, খাওয়া-দাওয়া, উপহার দেওয়া, সব মিলিয়ে একটা হই-হুল্লোড়ের পরিবেশ। কিন্তু আমরা ভুলে যাই এই বিদ্যালয় প্রাঙ্গণের বাইরে থাকা সেইসব নিষ্পাপ, সরল মুখ গুলোকে, যারা এইসব রমরমা থেকে অনেক দূরে এক কোনে নিজেদের দৈনিক সংগ্রাম চালিয়ে যাচ্ছে। মানব কল্যাণের জন্য লড়াই করে যাওয়া স্বেচ্ছাসেবী সংস্থা আশাকিরণ ওয়ার্ল্ডের এইবারের লক্ষ্য ছিল সেইসব নির্মল নিষ্পাপ খুদেদের শৈশবকাল তাদের কাছে কিছু সময়ের জন্য হলেও ফিরিয়ে দেওয়া। Continue Reading