নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : পৌরসভা নির্বাচনের আগে জোর ধাক্কা শাসকদল তৃণমূল কংগ্রেসে । 2021 বিধানসভা নির্বাচনের পর বিভিন্ন রাজনৈতিক দল থেকে কর্মীদের তৃণমূল কংগ্রেসে যোগদানের হিড়িক দেখা দিয়েছে । এমনকি হেভিওয়েট নেতৃত্বরাও নিজেদের দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে । কিন্তু তৃণমূল ছেড়ে অন্য রাজনৈতিক দলে যোগদান সচরাচর এমন ছবি দেখা যায় না । যেমনটা শুক্রবার ধরা পড়ল বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরে । কংগ্রেসের দাবি শাসক দল তৃণমূল কংগ্রেস ছেড়ে 40 জন যুব তৃণমূল কর্মী সমর্থক জাতীয় কংগ্রেসে যোগ দিল । এই যোগদান পৌরসভা নির্বাচনের আগে জোর ধাক্কা তৃণমূল কংগ্রেসের কাছে । কংগ্রেস নেতা দেবু চ্যাটার্জির হাত ধরে বিষ্ণুপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ড ও আশে পাশের কয়েকটি ওয়ার্ড থেকে মোট 40 জন যুব তৃণমূল কর্মী জাতীয় কংগ্রেসে যোগ দিলো ।
যোগদান কারীদের হাতে জাতীয় কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন জাতীয় কংগ্রেস নেতৃত্ব । দেশজুড়ে যখন কংগ্রেস সংগঠন তলানিতে নেমেছে তখন বিষ্ণুপুরে জাতীয় কংগ্রেস কিছুটা হলেও তাদের পায়ের তলার মাটি শক্ত করল এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের । তবে এসব নিয়ে তৃণমূল কংগ্রেস একেবারে আমল দিতে নারাজ । বিষ্ণুপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সুনীল দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন , যারা জাতীয় কংগ্রেসে যোগ দিয়েছে এরা কোনদিনই তৃণমূল করেনি এরা তৃণমূলের কেউ নয় । দেবু চ্যাটার্জি প্রচারের আলোতে আসার জন্য এসব করছে ।
পৌরসভা নির্বাচনের আগে জোর ধাক্কা শাসকদল তৃণমূল কংগ্রেসে
সোনামুখীতে DGSEI শাখার শুভ উদ্বোধন করলো বিডিও ও সোনামুখী থানার আইসি
সোনামুখী পৌরসভার দশ বছরের প্রাক্তন সিপিআইএম চেয়ারম্যান কুশল ব্যানার্জি যোগ দিল তৃণমূল কংগ্রেসে
কংগ্রেস নেতা দেবু চ্যাটার্জী বলেন , যারা জাতীয় কংগ্রেসে যোগ দিলেন তাঁরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসে ছিল । এছাড়াও তিনি বলেন বিষ্ণুপুর পৌরবোর্ড গরীব ও খেটে খাওয়া মানুষদের উন্নয়নের দিকে নজর দেয় নি । বিবেক রায় নামে এক যোগদানকারী জানান , আমরা তৃনমূল কংগ্রেসে ছিলাম আজ জাতীয় কংগ্রেসে যোগ দিলাম । কেন যোগ দিলেন এ বিষয়ে তিনি বলেন তৃণমূল কংগ্রেসে থেকে আমরা কোন সুযোগ সুবিধা পায়নি কিন্তু কংগ্রেস মানুষের কথা চিন্তা করে তাই কংগ্রেসে যোগ দিলাম ।