Wednesday, December 4, 2024
- Advertisement -

প্রকাশ্যে তৃনমূল কংগ্রেসকে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সর্বভারতীয় সভাপতি সুকান্ত মজুমদার

- Advertisement -

 

টিভি ২০ বাংলা ডেস্ক :-  রাজ্য বিজেপি সর্বভারতীয় সভাপতি সুকান্ত মজুমদার অন্যদিকে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর সরাসরি কটাক্ষ তৃণমূল কংগ্রেসকে। গত শুক্রবারই দিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার রাষ্ট্রপতি ভবনের এক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। রবিবারেও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নীতি আয়োগের বৈঠকে থাকার কথা রয়েছে তার।

এরই মাঝখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিরোধী শিবিরে তৃণমূল কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন। বিজেপি রাজ্য সভাপতির কথায়- দিল্লিতে আদৌ কি কেউ বিশ্বাস করে এই তৃণমূল কংগ্রেসকে? তিনি কটাক্ষ করে বলেন- ‘তার বিশ্বাসযোগ্যতা তলানীতে। কেউ তাকে বিশ্বাস করে না দিল্লিতে। যত দূর আমি দিল্লির রাজনীতি দেখেছি বা বুঝেছি মমতা বন্দ্যোপাধ্যায় কে বিশ্বাস করার থেকে সাপকে বিশ্বাস করা ভালো’।

তৃণমূল কংগ্রেসকে প্রকাশ্য কটাক্ষ করতে ছাড়লেন না সিপিআইএম নেতা সৃজন চক্রবর্তীও।
তার কথায়- ‘সারা ভারতে উনি একটি মনোভাব প্রকাশ করার চেষ্টা করেন যা কৃত্রিম। যেন বিরোধীদের থেকেও বড় বিরোধী। নরেন্দ্র মোদীর ভরসা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। তবে যত দিন যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ এবং ভিন রাজ্যের রাজনৈতিক নেতারা বুঝতে পারছেন সবথেকে অবিশ্বাসযোগ্য একটি শক্তি তৃণমূল কংগ্রেস’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments