Wednesday, January 22, 2025
- Advertisement -

প্রগ্রেসিভ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও কাওয়াগাব হারিপোতা শিশু সঙ্ঘের যৌথ উদ্যোগে রক্তদান শিবির।

- Advertisement -

ময়নাগুড়ি, কনক অধিকারী:-  প্রগ্রেসিভ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও কাওয়াগাব হারিপোতা শিশু সঙ্ঘের যৌথ উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মঙ্গলবার ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েত কাওয়াগাব এলাকায় হারিপোতা স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রামশাই গ্রাম পঞ্চায়েতের সভাপতি দ্বিগেন্দ্রনাথ অধিকারী এবং হারিপোতা স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নরেশ রায়। ক্লাব সম্পাদক রঞ্জন রায় সহ সকল সদস্যবৃন্দ। হারিপোতা শিশু সঙ্ঘের ক্লাব প্রেসিডেন্ট আচ্ছা মোহন রায় জানান, এদিনের এই রক্তদান শিবির প্রয়াত সর্গিয় রবিন্ রায়ের স্মৃতির উদ্দেশ্যে। স্বেচ্ছায় রক্তদান শিবিরে মোট ৩৬ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছে বলেই এমনটাই জানিয়েছেন, প্রগ্রেসিভ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রেসিডেন্ট মিন্টু বর্মন।

প্রগ্রেসিভ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও কাওয়াগাব হারিপোতা শিশু সঙ্ঘের যৌথ উদ্যোগে রক্তদান শিবির।

MORE NEWS – অবৈধ পার্কিং রুখতে ফুটপাতে উচ্ছেদ অভিযান।

নারায়ণ সরকার, মালদা, ১০ মে:- মঙ্গলবার সকালে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে অস্থায়ী ভাবে গড়ে ওঠা ফুটপাতের ওপর জবরদখল হয়ে থাকা দোকান এবং পণ্যবাহী লরি অবৈধ পার্কিং সরাতে অভিযান চালাল মালদা জেলার পুরাতন মালদা পৌরসভা ও মালদা থানা। উল্লেখ্য, মঙ্গলবাড়ী চৌরঙ্গী মোড় হইতে নলডুপি এলাকা পর্যন্ত ব্যাপক যানজটের সৃষ্টি হত ফলে মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছিল প্রশাসনের। সুধু তাই নয় ব্যাপক যানজটের ফলে এম্বুলেন্স থেকে শুরু করে যাত্রীবাহী বাসকে যানজটের সম্মুক্ষিন হতে হত। অবশেষে বাধ্য হয়ে অভিযানে নামতে হল পুরাতন মালদা পৌরসভা ও মালদা থানার পুলিশ প্রশাসনকে। এদিন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ ও মালদা থানার আইসি হীরক বিশ্বাস সহ মঙ্গলবাড়ী ফাঁড়ির পুলিশ বাহিনীকে নিয়ে যৌথভাবে অভিযান চালানো হয়। শুধু তাই নয় এদিন রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা, CONTINUE READING

মানসিকভাবে অসুস্থ এক মহিলাকে পরিবারের হাতে তুলে দিলো সোনামুখী আরপিএফ।

ইসলামপুর থেকে বাড়ি ফেরার পথে জাতীয় সড়কে পথ দূর্ঘটনায় গুরুতর আহত ২ বাইক আরোহী।

Mobile Phone মোবাইল ফোন বিগড়ে দিতে পারে হৃদ্‌যন্ত্রের সমস্যায় ভোগা মানুষদের পেসমেকার।

আজ 25 শে বৈশাখ একশ বাষট্টি তম রবীন্দ্রজয়ন্তী, বাঙালির অঙ্গে অঙ্গে জড়িয়ে আছেন বিশ্বকবি।

মালদা মেডিকেল কলেজ প্রিন্সিপাল এবং মেডিকেল সুপারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুললেন রাজ্য বিধানসভার স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments