Monday, January 13, 2025
- Advertisement -

দিল্লীর রাজপথে রাজ্য সরকারের প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো প্রদর্শনী প্রকাশ করার জন্য কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কে চিঠি দিয়ে জানালেন লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী

- Advertisement -

মেহেবুব মাসুমের , মুর্শিদাবাদ:- ফের কেন্দ্রের বঞ্চনার শিকার পশ্চিমবঙ্গ। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে  ২৬ জানুয়ারি  রাজ্য সরকারের তরফে পাঠানো ট্যাবলো বাতিল করে দিল কেন্দ্র। রাজ্য এবারে নেতাজির ঐতিহ্যকে নিয়ে ট্যাবলো পাঠাবে বলে প্রস্তাব দিয়েছিল কেন্দ্রকে, কিন্তু তা বাতিল হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ফলে দ্বিতীয়বার বছর প্রজাতন্ত্র দিবসে থাকছে না বাংলার কোনও ট্যাবলো। বাংলার ট্যাবলোয় এবার থিম ছিল ‘ নেতাজি ও আজাদ হিন্দ বাহিনী’। এবার নেতাজি সুভাসচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী। যা বিবেচনা করেই পশ্চিমবঙ্গ সরকারের তরফে প্রজাতন্ত্র দিবসের জাতীয় প্যারেডে ‘নেতাজি ও আজাদহিন্দ বাহিনী’ ভাবনা তুলে ধরার চেষ্টা হয়। ট্যাবলোয় শোভা পেত নেতাজির জাতীয় পতাকা উত্তোলন, গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর, আজাদ হিন্দ বাহিনীতে তাঁর নানা মুহূর্তের ছবি। এছাড়া বাজাতো ‘কদম কদম বাড়ায়ে যা’ গান।

কিন্তু বাংলার ট্যাবলো কার্যত বাদের তালিকায় চলে যাওয়ায় এসব আর দিল্লির রাজপথে দেখা যাবে না। আর রাজ্যের এই ট্যাবলো বাতিল করা নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা। দিল্লীর রাজপথে রাজ্য সরকারের প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো প্রদর্শনী প্রকাশ করার জন্য কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কে চিঠি দিয়ে জানালেন লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী। যদিও রাজ্যেকে এইভাবে প্রত্যাখ্যান করা কে নিয়ে লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কে এই বিষয়ে চিঠি লিখেছেন। চিঠিতে তিনি উল্লেখ করে বলেন কেন্দ্রীয় সরকার ২০২২ সালের প্রজাতন্ত্র দিবসে আমাদের স্বাধীনতা সংগ্রামে তার সাংস্কৃতিক ঐতিহ্য এবং নেতাজির জীবন এবং অবদান গুলি প্রদর্শনের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আমরা পশ্চিমবঙ্গের জনগণ, রাজ্যের  সাংস্কৃতিক ঐতিহ্য এবং আমাদের মহান নায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্য এটি অন্যতম। প্রতিটি রাজ্য  প্রজাতন্ত্র দিবসের সময় তাদের সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন করতে চায় যাতে জাতীয় স্তরে ব্যাপকভাবে জনসাধারণ এটি সম্পর্কে সচেতন হয়।

দিল্লীর রাজপথে রাজ্য সরকারের প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো প্রদর্শনী প্রকাশ করার জন্য কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কে চিঠি দিয়ে জানালেন লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী

পূর্ব নবাসন গ্রামে অনুষ্ঠিত হল রানিং ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল পর্ব

নেতাজি শুধু পশ্চিমবঙ্গের নয়, নেতাজি আমাদের সমগ্র জাতির গর্ব। পশ্চিমবঙ্গের জনগণকে এই সুযোগ অস্বীকার করে কেন্দ্রীয় সরকার তাদের পক্ষ পাতিত্ব দেখিয়েছে। এই প্রজাতন্ত্র দিবসের পরিপ্রেক্ষিতে, আমি আপনাকে অনুরোধ করব যে পশ্চিমবঙ্গের মূকনাট্য প্রদর্শনের প্রস্তাবটি অনুগ্রহ পূর্বক পর্যালোচনা করা যেতে পারে এবং এটিকে আমাদের স্বাধীনতা আন্দোলনের প্রতীক – মহান নেতাজি সুভাষ চন্দ্র বসু, বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শনের অনুমতি দেওয়া হোক। এবং এই প্রজাতন্ত্র দিবসে জাতির সামনে তার জনগণের আশা-আকাঙ্খা আন্তরিকতার সাথে পালন করার অনুমোদন দেওয়া হোক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments