Wednesday, December 4, 2024
- Advertisement -

প্রধানমন্ত্রীর কনভয় আটকে বিক্ষোভ, প্রতিবাদে বাঁকুড়ার সোনামুখীতে মৌন মোমবাতি মিছিলে শামিল রাজ্য সহ সভাপতি সৌমিত্র খাঁ সহ বিজেপির নেতৃত্ব

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : প্রধানমন্ত্রীর কনভয় আটকে বিক্ষোভ, প্রতিবাদে বাঁকুড়ার সোনামুখীতে মৌন মোমবাতি মিছিলে শামিল রাজ্য সহ সভাপতি সৌমিত্র খাঁ সহ বিজেপির নেতৃত্ব। গতকাল পাঞ্জাবের ভাটিণ্ডায় প্রধানমন্ত্রীর কনভয় আটকে বিক্ষোভের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে প্রতিবাদে মুখর হয়েছে ভারতীয় জনতা পার্টি। সেইমতো আজ সন্ধ্যায় বাঁকুড়ার সোনামুখীতেও এই ঘটনার প্রতিবাদে, পাঞ্জাব সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করে প্রতিবাদে সামিল হয়েছে বিজেপির কর্মী নেতৃত্বরা। এই মৌন মোমবাতি মিছিলে অংশ নিয়েছিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি ও বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। এছাড়াও এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিল্লেশ্বর সিংহ সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা।

এই মোমবাতি মিছিল বিধায়ক অফিস থেকে শুরু করে চৌমাথা মোড় থেকে ঘুড়ে রথতলায় এসে শেষ হয়। পরে রথতলা এলাকায় শিব মন্দিরে প্রার্থনা ও পূজা সারেন বিজেপি নেতৃত্বরা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্য সহ সভাপতি সৌমিত্র খাঁ দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেন আরও শক্তিশালী হন। দেশে ১২৬ সিআরপিসি বদল করে দুর্নীতিগ্রস্ত আই এ এস, আই পি এস এর সোজা করা সম্ভব হয়। আসন্ন পৌরনির্বাচন তাই স্বভাবতই পৌর নির্বাচন সংক্রান্ত সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে রাজ্য সহ সভাপতি দাবি বাঁকুড়ায় তৃণমূল বলে কিছু নেই, তৃণমূল পুলিশ আছে, দাদাগিরি করবে। তা হলেও পৌর নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত বলেই দাবি রাজ্য সহ-সভাপতির।

প্রধানমন্ত্রীর কনভয় আটকে বিক্ষোভ, প্রতিবাদে বাঁকুড়ার সোনামুখীতে মৌন মোমবাতি মিছিলে শামিল রাজ্য সহ সভাপতি সৌমিত্র খাঁ সহ বিজেপির নেতৃত্ব

More News- কল্যাণী মেডিকেল হাসপাতালে চিকিৎসক নার্স সহ মোট আক্রান্তের সংখ্যা 30 থেকে বেড়ে দাঁড়াল 67 জন, স্বাস্থ্যপরিসেবা বিঘ্নিত হওয়ার আশংকা

নিজস্ব প্রতিনিধি :-এবার করোনার থাবা নদিয়ার কল্যাণী জহরলাল নেহেরু মেডিকেল হাসপাতালে। প্রথম দিনে চিকিৎসক এবং নার্স সহ মোট করোনা আক্রান্ত ছিল 30 জন। এবার সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াল 67 তে। স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় গোটা সরকারি হাসপাতাল জুড়ে। করোনা সংক্রমনের তৃতীয় ঢেউ ইতিমধ্যেই গোটা দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। প্রথম এবং দ্বিতীয় ঢেউ কে পিছনে ফেলে দ্রুত গতিতে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে আংশিক লকডাউনের কথা ঘোষণা করা হয়েছে। প্রতিটি সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে তারা যেন অপ্রয়োজনে বাড়ির বাইরে না বের হয়। রাস্তায় বেরোলে নির্দিষ্ট দূরত্ব মেনে চলা এবং মুখে মাক্স পড়া আবশ্যক করেছে প্রশাসন। ইতিমধ্যে গোটা জেলা জুড়ে প্রশাসনের তরফ থেকে নিয়ম না মানলে ধরপাকড় করা হয়েছে। Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments