Friday, June 13, 2025
- Advertisement -

প্রবল অর্থ সংকটে পাকিস্তান – এবার লাল গালিচা ব্যবহারের উপর নিষেধজ্ঞা জারি

- Advertisement -

 

প্রবল অর্থ সংকটে পাকিস্তান – এবার লাল গালিচা ব্যবহারের উপর নিষেধজ্ঞা জারি

নিউজ ডেস্ক ব্যুরো :- অন্যান্য রঙের গালিচা থেকে লাল গালিচার আভিজাত্য যেমন অনেক বেশি, তেমনই লাল গালিচার দামও প্রায় দ্বিগুন। সাধারণত এতো দিনের প্রথা অনুযায়ী পাকিস্তানের বিশিষ্ট মন্ত্রীদের ও বিশেষ আতিথিদের আপ্যায়নের জন্য লাল গালিচা পেতে দেওয়া হতো। কিন্তু প্রধানমন্ত্রী এতে এখনো খুবই বিরক্ত। পাকিস্তানে সরকারি অনুষ্ঠানে লালগালিচার ব্যবহার নিষিদ্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সরকারি অনুষ্ঠানে মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আগমনের সময় লালগালিচা ব্যবহার নিয়ে বিরক্তি প্রকাশ করেন তিনি। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশে লালগালিচা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শুধু বিদেশি অতিথিদের জন্য লাল গালিচা ব্যবহার করা যেতে পারে।

পাকিস্তানী সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, বুধবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ফেডারেল মন্ত্রিসভার সদস্যরা ব্যয় কমাতে সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে স্বেচ্ছায় তাদের বেতন এবং সুযোগ–সুবিধা ত্যাগ করার সিদ্ধান্ত নেন। গত মাসে প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, ব্যয় সংকোচন নীতি সরকারের শীর্ষ অগ্রাধিকার থাকবে। এর আগে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি পাকিস্তানের অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে বেতন–ভাতা না নেওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আপামর দেশবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments