নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর :- শেষ রক্ষা হল না৷ প্রয়াত হলেন বর্ষিয়ান তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়। দীপাবলির আলোর রোশনাই বদলে নেমে এল অন্ধকার৷ ইহলোক ছেড়ে পরলোক গমন করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়৷ বৃহস্পতিবার অর্থাৎ শ্যামা পূজার দিন রাতে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এস এস কে এম হাসপাতালে ৯.২২ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ তাঁর মৃত্যুর খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন৷ তাঁর বর্তমান বয়স হয়েছিল ৭৫ বছর৷ ১৯৭১ সালে সুব্রত মুখোপাধ্যায় বালিগঞ্জ থেকে প্রথম বিধায়ক হন৷ ১৯৭২ সালে আবার দ্বিতীয়বার বিধায়ক হন৷ কলকাতা পুরসভার মেয়রও ছিলেন তিনি ৷ পঞ্চায়েত দফতর ছাড়াও একাধিক দফতরের মন্ত্রী ছিলেন সুব্রত বাবু।
বৃহস্পতিবার রাত ৮.১৫ নাগাদ রাজ্যের পঞ্চায়েত মন্ত্রর হার্ট অ্যাটাক হয় বলেই জানা গিয়েছে। হার্ট অ্যাটাক এর পর থেকেই তিনি কিছুই বলছিলেন না বলে জানিয়েছেন এস এস কে এম হাসপাতালের চিকিৎসকরা৷ খবর পেয়ে, পঞ্চায়েত মন্ত্রীকে দেখতে এস এস কে এম হাসপাতালে পৌঁছন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের একাধিক মন্ত্রীরা, কিন্তু, ততক্ষণেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুব্রত মুখোপাধ্যায়৷৷ শ্যামা আরাধনার মাঝেই মোমবাতি জালিয়ে ১ মিনিট নিরবতা পালন করে পঞ্চায়েত মন্ত্রীর প্রতি স্রদ্ধা জানিয়েছেন আশুরালি দক্ষিণ সংসদের কতৃপক্ষ
তারা পাশাপাশি বর্ষিয়ান তৃণমূল নেতা তথা পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের অকাল প্রয়াণে বাঁকুড়া জেলার জয়পুর থানার আশুরালি দক্ষিণ সংসদের সভাপতি তথা তৃণমূল নেতা সন্তোষ নায়ক বলেন আমরা খুব দুঃখিত এবং ব্যাথিত। আমরা এক জন রাজনৈতিক অভিভাবক কে হারিয়েছি। তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। আমরা খুব অভাব বোধ করছি এরকম বর্ষীয়ান নেতার জন্য।
প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী তথা তৃণমূলের বর্ষিয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়, মোমবাতি জালিয়ে ১মিনিট নিরবতা পালন করে পঞ্চায়েত মন্ত্রীর প্রতি স্রদ্ধা জানিয়েছেন আশুরালি দক্ষিণ সংসদের কতৃপক্ষ
More News – পাত্রসায়র রেঞ্জের ময়রা পুকুর এলাকায় মাঝ বয়সী মহিলা হাতির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো ।
গ্রামবাসীরা আমাদের ক্যামেরার মুখোমুখি হয়েও জানান, ঠিক কি কারণে হাতি মারা গেছে তা আমরা জানিনা। তবে বন দপ্তরের গাফিলতির কারণে বারবার হাতি লোকালয়ে প্রবেশ করে সাধারন গরিব কৃষকের ফসলের ক্ষতি করছে বলে জানান তারা। আমরা বন দপ্তরের কাছে আবেদন রাখছি দ্রুত হাতে গুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাক এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার সুবন্দোবস্ত করুক। বাঁকুড়া উত্তর বন বিভাগের Continue Reading