Wednesday, December 4, 2024
- Advertisement -

প্রয়াত হলেন টেলি অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় 

- Advertisement -

 

প্রয়াত হলেন টেলি অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়

টিভি ২০ বাংলা ডেস্ক :- চলে গেলেন টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। আজ, শুক্রবার সকাল ৫:২৫ মিনিট নাগাদ দক্ষিণ কলকাতার আইরিশ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। কার্ডিয়াক অ্যারেস্টে তাঁর মৃত্যু হয়।

ফের নেমে আসল শোকের ছায়া টেলিপাড়ায়। অনন্যা দেবীর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ স্টুডিও পাড়া। তাঁর মৃত্যুর খবর প্রথম সকলকে জানিয়েছেন অভিনেতা জয়জিৎ বন্দোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায়। পোস্টে অনন্যা দেবীর ছবি শেয়ার করে লিখেছেন, ” Rest in peace Ananya di “. গত দুই সপ্তাহ ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। আজ দুপুরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে সূত্রের খবর।

অনন্যা চট্টোপাধ্যায়ের ছেলে অভিনেতা দেবাঞ্জন বাবুর বক্তব্য অনুযায়ী, “গত সোমবার তাঁকে দক্ষিণ কলকাতার আইরিস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তারপর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় এবং সংকটজনক রূপ নেয়। তবে মৃত্যুর মতো পরিস্থিতি হবে তাঁরা ভাবতে পারেননি। কারণ গতকাল তিনি তাঁর মাকে হাসপাতালে দেখে আসেন আজ ভোর ৫টায় হাসপাতাল থেকে ফোন আসে। বলা হয় মায়ের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। তাঁরা হাসপাতালে পৌঁছলে ৫.২৫ নাগাদ অফিসিয়ালি হাসপাতাল কর্তৃপক্ষ অনন্যা চট্টোপাধ্যায় কে মৃত বলে ঘোষণা করেন।”

অভিনয় জগতে তাঁর প্রায় ৪৫ বছরের ক্যারিয়ার জীবন। ২০০৪ সালে তিনি ‘পরবর্তী সংবাদ দুপুর দুটোর সময়ে ‘ অভিনয় করেছিলেন। ‘চারমূর্তি’ ছবিতে শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় জগৎ-এ পা রাখেন। এরপরে নানা সিরিয়ালে তিনি কাজ করেছেন। বর্তমানে তিনি ‘সোনা রোদের গান’ সিরিয়ালে অভিনয় করছিলেন। তাঁর অকাল মৃত্যুতে শোকাহত বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা। শোকজ্ঞাপন করেছেন অভিনেত্রী শ্রুতি দাস, ইন্দ্রানী হালদার প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments