Friday, December 6, 2024
- Advertisement -

প্রয়াত হলেন Tv 9 বাংলার সাংবাদিক স্বর্নেন্দু দাস । শোকপ্রকাশ জ্ঞাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

- Advertisement -

 

ওয়েব ডেস্ক :-  দীর্ঘ ৮ বছর লড়াই এর অবসান ঘটলো মঙ্গলবার সকালে। ২০১৪ সাল থেকে যে লড়াইটা চলছিল সেটা যেনো হুট করেই থেমে গেলো। মারণরোগ ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত সর্নেন্দু দাস (টিভি ৯ বাংলার রিপোর্টার) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মঙ্গলবার সকালে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। বৃদ্ধ বাবা, মা, স্ত্রী ও তিন বছরের ফুটফুটে মেয়েকে অনন্তকালের জন্যে বিদায় জানালেন তিনি। চোখ ভারি করে গেলেন সহকর্মীদেরও।

কিন্তু কোনোরকম শারীরিক দূর্বলতা আটকাতে পারেনি তাঁকে। চিকিৎসা চলছিল শুরু থেকেই।কাজের প্রতি অদম্য জেদ আর ভালোবাসা যেনো প্রতিনিয়ত কাজ করার রসদ যোগিয়েছে সর্নেন্দুকে। হঠাৎ এক বৃষ্টিভেজা সকালে তিনি মেঘের আড়ালে নিজেকে লুকিয়ে নিলেন চিরকালের মতো। হুগলির সিঙ্গুর গ্রামের ছেলে সর্ণেন্দু। নিম্নবিত্ত কৃষক পরিবারে জন্ম। বি. কম পাশ করে সাংবাদিকতা জগতে পা রাখেন তিনি। ২০০৭ সাল থেকে দাপিয়ে কাজ করেছেন তিনি। কখনও আসাইনমেন্ট, কখনও প্রোডাকশন আবার কখনও রিপোর্টিং। কাজের প্রতি নিষ্ঠা ও ভালোবাসার জেরেই এতটা সাফল্য তাঁর।

২০২১ সালের ৮ ই জানুয়ারি টিভি নাইন বাংলার সফর শুরু এরপরই শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। মুম্বাইয়ে চিকিৎসা চলেছে বেশ কিছুদিন। সম্প্রতি কোলকাতায় নিয়ে আসা হয়। ২৩ শে অগাষ্ট শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সাংবাদিক স্বর্ণেন্দু দাসের মৃত্যুতে শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লেখেন, ‘কলকাতার তরুণ সাংবাদিক স্বর্ণেন্দু দাসের মৃত্যু সংবাদ শুনে খুবই মর্মাহত। আজ সাংবাদিক জগৎ এক তীক্ষ্ণ চিন্তাধারার অধিকারীকে হারাল। আমি তাঁর পরিবার, প্রিয়জন ও সহকর্মীদের সমবেদনা জানাই।’

স্বর্নেন্দূ দাসের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শোকপ্রকাশ করে টুইটারে লেখেন

টিভি ২০ বাংলার তরফ থেকে ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments