Friday, April 25, 2025
- Advertisement -

প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে গোবিন্দ্রপুর নবারুণ সংঘ ক্লাবে দুর্গাপুজো উপলক্ষে খুঁটি পূজোর শুভ সূচনা হলো এবারের থিম থাকছে দুয়ারে দুর্গা মা 

- Advertisement -

প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে গোবিন্দ্রপুর নবারুণ সংঘ ক্লাবে দুর্গাপুজো উপলক্ষে খুঁটি পূজোর শুভ সূচনা হলো এবারের থিম থাকছে দুয়ারে দুর্গা মা

বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার :- আকাশে বাতাসে এখন আগমনীর সুর,কাঠি পড়েছে ঢাকেও। দীর্ঘ প্রায় দুই বছর করোনা পরিস্থিতি কাটিয়ে এবছর ১৪ বছর পূর্তি উপলক্ষে,এদিন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়েও গুটি কয়েক সদস্যদের সঙ্গে নিয়ে ঢাক সহযোগে খুঁটি পূজোর আয়োজন করল গোয়ানারা গবিন্দ্রপুর নবারুণ সংঘ ক্লাব।এদিনের খুঁটি পূজোর মাধ্যমে ডায়মন্ড হারবার ২নম্বর ব্লক গোয়ানারা গবিনরপুর নবারুণ সংঘ সর্বজনীন দুর্গোৎসব ক্লাব প্রাঙ্গনে পুজো কমিটির মণ্ডপের কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়েছে। এবারের দুর্গাপুজোর আকর্ষণীয় থিম থাকছে দুয়ারে সরকার এর ন্যায় দুয়ারে দুর্গা মা। উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি তথা ডা:হা:২নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুময় গায়েন,বিশিষ্ঠ বাংলা চলচ্চিত্র অভিনেত্রী শিল্পা ভট্টাচার্য, ক্লাব সম্পাদক মিঠুন পাইক সহ দুর্গপুজো কমিটির সকল সদস্যরা।ঢাক কাসর বাজিয়ে দুর্গাপুজো উপলক্ষে খুঁটি পূজোর আয়োজন করে ক্লাব কর্তৃপক্ষ। ক্লাব সভাপতি অরুমোয় গায়েন বলেন প্রায় দুই বছর করোনা পরিস্থিতি কাটিয়ে উঠে আবারও আনন্দের সঙ্গে দুর্গোৎসব পালন করা হবে।
প্রতিবছরের ন্যায় এবছরও চমক থাকবে গ্রাম্য বাংলার পুরোনো স্মৃতি ফিরিয়ে আনতে নবারুণ সংঘ ক্লাবের দুর্গা পূজোয় দুয়ারে দুর্গা মা। কিছুটা কোভিড বিধি মেনেই দুর্গাপুজো আয়োজন করা হবে বলেও জানান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments