প্রায় ১৫ মাস পরে ঘরে ফিরছেন জ্যোতিপ্ৰিয়
তৃণমূলের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও এক সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের মানুষ জ্যোতিপ্ৰিয় মল্লিক অবশেষে ঘরে ফিরছেন। শেষ পর্যন্ত আদালত তার জামিন মঞ্জুর করেছে। রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। ২০২৩ সালের ২৭ অক্টোবর ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। গ্রেফতারির প্রায় ১৫ মাস পরে জামিনে মুক্তি পেতে চলেছেন প্রাক্তন মন্ত্রী। রেশন দুর্নীতিতে অভিযুক্ত বালুর জামিনের বিরোধিতা করে আদালতে ইডির বক্তব্য ছিল, রেশন দুর্নীতির এফআইআরে প্রথমে তাঁর নাম ছিল না। কিন্তু তদন্ত করতে গিয়ে একাধিক নথি ইডির হাতে এসেছে।
প্রথম থেকেই ইডি জ্যোতিপ্রিয়কে রেশন দুর্নীতির রিং মাস্টার বলে অভিহিত করেছেন। ইডি আদালতকে জানিয়েছেন যে রেশন দুর্নীতির সঙ্গে যারা যারা যুক্ত সব পথ গিয়ে মিশেছে জ্যোতিপ্ৰিয়তে। বেশ কয়েক বার আদালতে জামিনের আবেদন করেছিলেন প্রাক্তন মন্ত্রী। কিন্তু প্রতিবার ‘প্রভাবশালী তত্ত্ব’ তুলে ধরে তাঁর জামিনের বিরোধিতা করেছিল ইডি। তাদের দাবি ছিল, জ্যোতিপ্রিয়কে জামিন দিলে তিনি তদন্তে প্রভাব খাটাতে পারেন। অতঃপর জামিন পাননি প্রাক্তন মন্ত্রী। বুধবার অবশ্য তা ঘটেনি। জানা যাচ্ছে, রেশন দুর্নীতি মামলায় ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তিনি। এই মুহূর্তে কলকতার একটি বেসরকারি হাসপাতালে রয়েছেন এই প্রাক্তন মন্ত্রী।

