Wednesday, December 4, 2024
- Advertisement -

প্রেমিককে আত্মহত্যার প্ররোচনা দেওয়ায় প্রেমিকা গ্রেফতার।

- Advertisement -

নিশীথ দাস,উত্তর ২৪ পরগনা, TV-20 বাংলা:- প্রেমিককে আত্মহত্যার প্ররোচনায় গ্রেফতার প্রেমিকা। প্রেমিকার বাড়িতে ভাঙচুর চালালো একদল যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাদুড়িয়ার আঠুরিয়া গ্রামে। উত্তর ২৪ পরগনা বসিরহাটের ১৪ নম্বর ওয়ার্ডের কলেজ পাড়ার ঘটনা। দুই বছর আগে একটি মোবাইল কোম্পানির সংস্থায় চাকরিরত সৌরভ দাসের সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে বাদুড়িয়া থানার কাটিয়াহাট এলাকার এক তরুনীর। হঠাৎই সম্পর্কে ভাঙ্গন শুরু হয়। সম্পর্ক নিয়ে সৌরভের সঙ্গে তার প্রেমিকার মনোমালিন্য শুরু হয়। রবিবার, গভীর রাত্রে প্রেমিকের ভালোবাসা প্রত্যাখ্যান করে ওই প্রেমিকা। তারপর মোবাইল ফোনে আত্মহত্যার প্ররোচনা দেয় বলে অভিযোগ প্রেমিকার বিরুদ্ধে। এরপর, নিজের ঘরে সৌরভের ঝুলন্ত দেহ দেখতে পায় তার বাবা-মা।

ঘটনাস্থলে আসে বসিরহাট থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান প্রেমে প্রত্যাখ্যাত হয়েই আত্মঘাতী হয়েছে ওই যুবক। মৃত যুবকের পরিবারের তরফে ওই তরুণীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার জন্য মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়। সেই অভিযোগ স্বীকার করে নেয় ওই প্রেমিকা। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে কাটিয়াহাট থেকে প্রেমিকাকে গ্রেপ্তার করেছে বসিরহাট থানার পুলিশ। ধৃতকে মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।

প্রেমিককে আত্মহত্যার প্ররোচনা দেওয়ায় প্রেমিকা গ্রেফতার।

MORE NEWS – Kisanji কিষাণজির মৃত্যুর বদলা চেয়ে লাল কালিতে পোস্টার বাঁকুড়ার জঙ্গলমহলের।

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া:- কিষানজির মৃত্যুর বদলা চেয়ে এবার বাঁকুড়ার সারেঙ্গার গোয়ালবাড়ী গ্রাম পঞ্চায়েত এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার পড়ার ঘটনায় এদিন সকাল থেকেই চাঞ্চল্য ছড়াল এলাকায়। দুটি পোস্টারের একটিতে সিপিআই ( মাওবাদী) র নাম দিয়ে লেখা হয়েছে’আমাদের নেতা কিষানজীর মৃত্যুর বদলা চাই, এবং দুর্নীতি গ্রস্ত সরকারি কর্মচারীদের সময় এবার শেষ হয়ে এসছে বলে হুমকী দেওয়া হয়েছে। আর একটি পোস্টারে তৃণমূল নেতাদের উদ্দেশ্যে লেখা হয়েছে এবার খেলা হবে টিএমসি নেতাদের সাথে। এবার আমরা খেলব টিএমসি নেতাদের সঙ্গে৷ দুটি পোস্টারের শেষে লেখা আছে বল হরি, হরি বোল। এই পোশটার পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সারেঙ্গা থানার পুলিশ। CONTINUE READING

Titagarh টিটাগর এ একটি ভগ্ন শীতলা মন্দিরে ধংসাবশেষ সড়াতে গিয়ে বোমা বিস্ফোরণে জখম এক বৃদ্ধ।

দুই দিন নিখোঁজ থাকার পর নিথর মৃতদেহ উদ্ধার যুবকের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments