Tuesday, March 25, 2025
- Advertisement -

প্রয়াত হলেন মানিকচক বিধাসভার প্রাক্তন বিধায়িকা অসীমা চৌধুরী।

- Advertisement -

পার্থ ঝা,মালদহ:- প্রয়াত হলেন মানিকচক বিধানসভার প্রাক্তন বিধায়িকা অসীমা চৌধুরী। আজ ভোর ৪ টা ৫০মিনিটে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিগত কদিন ধরেই হৃদযন্ত্রের সমস্যা নিয়ে তিনি ভর্তি ছিলেন। অসীমা চৌধুরী প্রাক্তন মন্ত্রী সুবোধ চৌধুরীর সহধর্মিনী ছিলেন। উনার মরদেহ দুর্গাপুর থেকে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মানিকচক সিপিএম কার্যালয় এ এসে পৌঁছয় এবং সেখান থেকে নিজস্ব বাসভবনে নিয়ে যাওয়া হয়।কমরেড অসীমা চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য হাজার হাজার দলীয় কর্মীরা এসে পৌঁছান মানিকচক সিপিএম কার্যালয় অফিসে। চোখের চলে শেষ বিদায় জানালেন সকল দলীয় কর্মীরা। ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী আন্দোলনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল।মালদা জেলা কমিটি প্রাক্তন সদস্য সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি প্রাক্তন জেলা সম্পাদিকা ও সভানেত্রী। বিধায়িকা অসীমা চৌধুরী, বিধায়িকা অসীমা চৌধুরী,

মানিকচক বিধানসভা কেন্দ্রের ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা দুবার বামফ্রন্টের নির্বাচিত বিধায়িকা ছিলেন। তার সাথে সাথে তিনি একটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন কাজে নিযুক্ত ছিলেন। এছাড়াও তিনি একজন সাহিত্যিক কবি ছিলেন। দীর্ঘ জীবনে সমাজে প্রকৃত মানুষ হিসেবে অনেক ছাপ রেখে দিয়ে গেলেন। দিয়ে গেলেন সামাজিক শিক্ষা সহ অনেক কিছু। চিকিৎসাশাস্ত্রের উন্নতির লক্ষ্যে তিনি মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছিলেন।সে লক্ষ্যে মানিকচক থেকে মালদা মেডিক্যাল কলেজে এসে কমরেড অসীমা চৌধুরীর দেহ দান করা হয়।

প্রয়াত হলেন মানিকচক বিধাসভার প্রাক্তন বিধায়িকা অসীমা চৌধুরী।

MORE NEWS – বডি বিল্ডিং এ বিশ্ব জয়, মিস্টার ইউনিভার্স বঙ্গসন্তান গৌরব মুখার্জির।

উত্তর ২৪ পরগনা, বারাসাত, নিশীথ দাস ,TV-20 বাংলা:- বডি বিল্ডিং এ বিশ্ব জয় করার স্বপ্ন নিয়ে চার বছরের পথ চলা বঙ্গসন্তান গৌরব মুখার্জির। তিনবার মিস্টার ইন্ডিয়ার খেতাব জয়ী, গৌরবের মাথায় এবার মিস্টার ইউনিভার্স এর মুকুট। পুনে মহারাষ্ট্রের ছত্রপতি শিবাজী স্পোর্টস কমপ্লেক্স এ অনুষ্ঠিত খেলায় দেড় হাজার প্রতিযোগীর সাথে প্রতিযোগিতা করে এই খেতাব টি ছিনিয়ে নিয়ে আসে উত্তর ২৪ পরগনা মধ্যমগ্রামের গৌরব মুখার্জি। তার এই এগিয়ে যাওয়ার পথে দৃঢ় মনোবলের সাথে মেনে চলতে হয়েছে সঠিক রুটিন, করতে হয়েছে কঠোর পরিশ্রম ও। এই সাফল্যে নিজের পরিবারের সাথে সাথে নিজের স্ত্রীর অবদান স্বীকার করেন মিস্টার ইউনিভার্স গৌরব। ভবিষ্যতে একজন বিখ্যাত জিম ট্রেনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তিনি। CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments