Tuesday, March 18, 2025
- Advertisement -

ফরিদপুরের চাষী ধান বিক্রির চেক সালানপুর ব্লকের আছড়া গ্রামের বাসিন্দার একাউন্টে।

- Advertisement -

 

কাজল মিত্র আসানসোল :-  আবারো সততার পরিচয় পাওয়া গেল সালানপুর ব্লকের আছড়া গ্রামে ।ভুল নিজের একাউন্টে অন্যের টাকা আসাতে সেই টাকা ফেরত দিলেন

আছড়া গ্রামের বাসিন্দা জিতেন্দ্র নাথ ঘোষ ।

জানাগেছে গত মার্চ মাসে কাঁকসা কৃষক বাজারে ২৫ কুইন্টাল চাষের ধান বিক্রি করেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের কালি নগর গ্রামের সেখ আজিজুল। শেখ আজিজুলের সেই ধান বিক্রি করে ৪৯ হাজার টাকার চেক সালানপুর ব্লকের আছড়া গ্রামের বাসিন্দা জিতেন্দ্র নাথ ঘোষর একাউন্টে জমা হয়ে যায়। আজিজুল চেক জমা করা সত্ত্বেও তার একাউন্টে টাকা জমা না হওয়ার কারণে সে খোঁজখবর করতে শুরু করে আখেরে ব্লক অফিস থেকে সে জানতে পারে চেকের মধ্যে অ্যাকাউন্ট নম্বরটি ভুল লেখা হয়েছে। সেই কারণেই ওই চেকের টাকা অন্যত্র জমা হয়ে গিয়েছে। অন্যদিকে সালানপুর ব্লকের জিতেন্দ্রনাথ বাবু তার একাউন্টে আচমকাই ৪৯ হাজার টাকা জমা হওয়ার কারণে চিন্তায় পড়ে যায় এবং সে খোঁজখবর করে জানতে পারেন এই টাকা টি সরকারি ধান বিক্রির টাকা তারপরে সে স্থানীয় পঞ্চায়েত প্রধানকে ঘটনাটি সম্পর্কে জানান তিনি বলেন যদি কেউ এই টাকার দাবি করে তাহলে সঠিক প্রমাণ দিয়ে আমার কাছ থেকে টাকাটা নিয়ে যায় যেন। অন্যদিকে ফরিদপুরের বাসিন্দা শেখ আজিজুল বাবু তিনি ও খবর পাওয়ার পর আছড়া পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করেন তারপরেই সে জিতেন্দ্রনাথ বাবুর নাম এবং ফোন নাম্বার জানতে পারেন। সেই মতন আজিজুল বাবু ফোনে যোগাযোগ করেন এবং পুরো ঘটনাটি বিষয়ে কথা বলেন। তারপর সালানপুর ব্লক পঞ্চায়েত সমিতি এবং এছাড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজ সালানপুর পঞ্চায়েত সমিতির অফিসে লিখিত বয়ানের সঙ্গে সভাপতি ফাল্গুনী ঘাসি কর্মকার, সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, জেলা পরিষদের কর্মদক্ষ মোঃ আরমান ও আছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান হরে রাম তেওয়ারির উপস্থিতিতে আজ শুক্রবার জিতেন্দ্র নাথ ঘোষ শেখ আজিজুলের হাতে ওই ৪৯ হাজার টাকার চেক তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments