Saturday, December 7, 2024
- Advertisement -

ফের অবরোধ বারাসাতে।অবরুদ্ধ দুই জাতীয় সড়কের সংযোগস্থল। রাস্তায় বসে পরে অবরোধ করল সিপিআইএম। অবরোধ কারিদের গ্রেপ্তার করলো বারাসাত থানার পুলিশ।

- Advertisement -

উত্তর ২৪ পরগনা-বারাসাত, নিশীথ দাস:- ২৮ ও ২৯ মার্চ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের দেশজুড়ে দু দিন ধর্মঘটের ডাক দিয়েছে। দেশের শ্রম কোড বাতিল, অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিক যারা পিএফ সুবিধার আওতায় নেই তাঁদেরকে সেই তালিকাভুক্ত করা, করোনাকালে কাজ হারানো পরিযায়ী শ্রমিকদের জন্য আর্থিক সাহায্য থেকে দেশজুড়ে আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদ সহ একাধিক ইস্যু সামনে রেখে সোমবার থেকে টানা ৪৮ ঘণ্টার জন্য দেশজোড়া ধর্মঘট ডেকেছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি। বনধ মোকাবিলায় কড়া পদক্ষেপ নিয়েছে নবান্ন। রাজ্য সরকারের প্রশাসনিক ভবন নবান্ন থেকে জারি কড়া নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে সোমবার ও মঙ্গলবার খোলা থাকবে অফিস, আদালত, স্কুল, কলেজ।ফের অবরোধ,ফের অবরোধ

এদিন বারাসাত আইকোর মোড় অবরোধের পর সিপিআইএমের নেতাকর্মীরা মিছিল করে আসে বারাসাত ডাকবাংলা মোড়ে। সেখানে রাস্তার উপর বসে পড়ে জাতীয় সড়ক অবরোধ করে। 34 ও 35 নম্বর জাতীয় সড়কে সংযোগস্থল ডাকবাংলা মোড়ে অবরোধ করায় অবরুদ্ধ হয়ে পড়ে গোটা বারাসাত শহরের যান চলাচল। প্রায় 20 মিনিট ধরে অবরোধ চলার পর বারাসাত থানার পুলিশ এসে প্রায় 40-50 জন সিপিআইএম নেতা কর্মী-সমর্থকদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়৷

ফের অবরোধ বারাসাতে।অবরুদ্ধ দুই জাতীয় সড়কের সংযোগস্থল। রাস্তায় বসে পরে অবরোধ করল সিপিআইএম। অবরোধ কারিদের গ্রেপ্তার করলো বারাসাত থানার পুলিশ।

MORE NEWS – বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ডাউন বনগাঁ লোকাল।

নিশীথ দাস, উত্তর ২৪ পরগনা:-  বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ডাউন বনগাঁ লোকাল।পয়েন্ট এর গোলমাল এর কারণে মধ্যমগ্রাম স্টেশনে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বনগাঁ লোকাল ট্রেন । ডাউন ১১:৩০ এর বনগাঁ শিয়ালদহ লোকাল মধ্যমগ্রাম প্লাটফর্মে ঢোকার সময় এক নম্বর লাইনের বদলে দু নম্বর লাইনে ঢুকে যায়।কিন্তু সেই সময় ৫০ থেকে ১০০ মিটারের মধ্যে পেছনে ছিল ডাউন হাবরা লোকাল। ট্রেনের চালক ও গার্ডের দক্ষতার কারণে অবশেষে রক্ষা পায়।প্রায় দেড় ঘন্টার কাছাকাছি সময় ধরে মধ্যমগ্রাম স্টেশনে ডাউন বনগাঁ লোকাল দাঁড়িয়ে থাকে।তবে রেল কর্তৃপক্ষ বিষয়টি হালকা করে নিলেও বিষয়টি যে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো তা আপ হাবরা লোকাল দীর্ঘক্ষণ দাড়িয়ে আছে। CONTINUE READING

হোলির মাইক বাজানোকে কেন্দ্র করে সোনামুখীর রামচন্দ্রপুর গ্রামে তুমুল সংঘর্ষ, জখম ৭ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments