ওয়েব ডেস্ক :-
আরো টাকা? আর কত টাকা পাওয়া যাবে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মাঝে। গত ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা সহ কয়েকশো কোটি টাকার গহনা। তারপরেই গ্ৰেপ্তার করা হয় পার্থ সহ অর্পিতা কে। দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলতে থাকে আজ পর্যন্তও।
তবে জেরা করে তাদের অন্যান্য সম্পত্তির হদিস না পেলেও ইডির আধিকারিকরা চিরুনী তল্লাশি চালায় আর তার জেরেই অর্পিতা মুখোপাধ্যায়ের বালিগঞ্জের রথতলার ফ্ল্যাটে সকাল ১১ টা নাগাদ পৌঁছে যান ইডির ৮জন আধিকারিক। চাবিওয়ালা আসলেও ফ্ল্যাটের দরজা ভেঙে ঢুকতে হয় । টালিগঞ্জের ফ্ল্যাটের মতোই অর্পিতার ঘরে একাধিক লকার দেখে ইডির তরফ থেকে খবর দেওয়া হয় এবং কিছুক্ষনের মধ্যেই দুইজন অফিসার পৌঁছে যান ওই আবাসনে। ওই ফ্ল্যাটে থাকা একাধিক লকার খোলার কাজ চলছে টানা ১১ঘন্টা ধরে । ইডি সূত্রের খবর, এখনও চাবিওয়ালা সহ উপস্থিত রয়েছেন ৫জন ব্যাঙ্ককর্মী এবং ৫টি টাকা গোনার মেশিন। প্রশ্ন এখন তাহলে বিগত দিনের মতো আজকেও কি সারারাত ধরে টাকা গোনার কাজ চলবে? মিলবে কি আগের দিনের মতো টাকা ?