চয়ন দাস, পূর্ব মেদিনীপুর :- পূর্ব মেদিনীপুর জেলায় ফের নিম্নচাপের শুধু ধান নয়, সব্জি চাষের উপর নির্ভরশীল বহু চাষী। পূর্ব ঘটিত ঘূর্নিঝড় জাওয়াদ এর এই করুন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তৎপর সব্জি চাষীরা ভাবছিলেন নতুন করে সব্জি চারা রোপণ করবেন, অনেক চাষী ইতিমধ্যেই সব্জি ছাড়া রোপণ করেছিলেন। পাতাশপুর বিধানসভার পুরুষোত্তমপুর , কাশিপুর, পাথরঘাটা, গোপালপুর, পচেট সহ একাধিক এলাকায় ধানের বদলে সব্জির চাষ হতো। সেই মোতাবেক সব্জির চাষ হওয়ায় ভাগ্যবশত ফের নেমে এলো নিম্নচাপ। ফলে চাষের ক্ষেতে জল স্থগিত হওয়ায় প্রচুর সব্জি পচে গেছে।
২ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শঙ্কু বিশ্বাস জানান, ফের নিম্নচাপের জেরে প্রচুর সব্জি নষ্ট হয়েছে, তাই এগ্রিকালচার বিভাগে সমস্ত রিপোর্ট দেওয়ার জন্য জানিয়েছি। ক্ষয় ক্ষতির পরিমাণ দেখে চাষীদের কতটা ক্ষতিপূরণ দেওয়া যাবে তা বিবেচনা করছি। পচেট এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা নীলমাধব দাস অধিকারী জানান, চাষীদের ক্ষতির হিসাব পঞ্চায়েতে জানানোর কথা বলা হয়েছে। চাষীদের পাশে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবসময়ের জন্য আছেন। সেই ভিত্তিতে আমরা ক্ষতিগ্রস্ত চাষীদের ক্ষতিপূরণ প্রদানের চিন্তা ভাবনা করছি।
ফের নিম্নচাপের বিপাকে সব্জি চাষীরা
Covid Vaccine আজ থেকে শুরু হলো বারাসাত গার্লস স্কুলে ১৫ থেকে ১৮ বছর বয়সী ছাত্রীদের ভ্যাকসিন দেওয়া ৷
পৌরসভা নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত আলোচনার জন্য জেলা বিজেপির পক্ষ থেকে একটি জরুরি বৈঠক বারাসাতে
আদিবাসী মহিলাদের স্যানিটারি ন্যাপকিন বিতরণ কর্মসূচী পালন করলেন সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট
More News- ট্রেনের ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো দুই যুবকের
মেহেবুব মাসুম :- রেল লাইনের ধারে বসে গল্প করায় ট্রেনের ধাক্কায় গেল প্রাণ দুটি তরতাজা প্রাণ। বুধবার রাত্রে দুই বন্ধু রেললাইনের ধারে বসে গল্প করছিল আর ঠিক সেই সময় ৯টা ৪০শের আপ ভারীরথী এক্সপ্রেস চলে আসে। ট্রেন রেজিনগর থেকে বেলডাঙা স্টেশন ঢোকার মুখে দুর্ঘটনাটি ঘটে। ট্রেনের ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মৃত্যু হয় সানিজুল শেখ নামে ৩৪ বছরের এক ব্যক্তির। অপরজন লালটু শেখকে আহত অবস্থায় বেলডাঙ্গা প্রাথমিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে তাকে বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসাপাতালে রেফার করা হয়। Continue Reading