Friday, December 6, 2024
- Advertisement -

ফের বিজেপির বিক্ষোভ কর্মসূচি আটকানোর জন্য পুলিশ মোতায়েন হাজরায়।

- Advertisement -

টিভি ২০ বাংলা ডেস্ক :-

এসএসসি দুর্নীতি মামলায় হাওয়া গরম এরই মধ্যে শনিবার সকালে দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে আরও একবার বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল গেরুয়া দল। কিন্তু এদিন কর্মসূচির শুরুতেই বাঁধা দেয় পুলিশ। এই বিক্ষোভ কর্মসূচি বাঁধা দেওয়ার জন্যই এদিন পুলিশ মোতায়েন করা হয়েছিল।

বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে গাড়ি থেকে নামতে বাঁধা দেয় পুলিশ। আটক করার পরেও পরিস্থিতি হাতের বাইরে যাওয়ায় আরও একবার গ্রেফতার করে পুলিশ। সুকান্ত মজুমদার অভিযোগ করেছে মহিলা পুলিশ দিয়ে বিব্রত করা হচ্ছিল তাঁকে।

জানা গেছে, এই বিক্ষোভ কর্মসূচি আটকানোর জন্যই পুলিশ বাহিনী হাজির করা হয়েছিল হাজরা মোড়ে। এরপর বিক্ষোভ স্থলে একে একে গেরুয়া শিবিরের কর্মীরা আসতে শুরু করলে তাদের বাঁধা দেওয়া হয় এবং বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার হাজির হলে গাড়ি থেকে নামতে বাঁধা দেওয়া হয় তাঁকে। জোরজবরদস্তি তিনি ‘চোর ধরো, জেলে ভরো’ পোস্টার হাতে গাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে পুলিশের সাথে তাঁর নিরাপত্তা রক্ষীদের ধস্তাধস্তি হওয়ার ফলে পরিস্থিতি হাতের বাইরে চলে যায় এবং পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ ফেরাতে
গ্রেফতার করা হয় তাঁকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments