সুকুমার বিশ্বাস , জলপাইগুড়ি :- ময়নাগুড়ি সংলগ্ন দমোহনী রেল স্টেশন লাগোয়া মরিচ বাড়ি বাঘের ডাঙ্গা এলাকায় বড়ো সড়ো লাইনচ্যুত হয়ে গোয়াহাটি গামী এক্সপ্রেস ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হলো, জানা যায় গোয়াহাটি গামী এক্সপ্রেস দ্রুত গতিতে যাবার সময় লাইনচ্যুত হয়ে বড়সড় দুর্ঘটনা, তার ফলে ট্রেনের বগি চার টি মাটিতে পড়ে যায়, আনুমানিক শতাধিক লোক আহত হয়েছে, কত জন নিহত হয়েছেন তা এখনও জানা যায় নি, উদ্ধার কাজের জন্য স্থানীয় লোক জন ছুটে আসে, রেল পুলিশ ও দমকল বাহিনী ছুটে আসে উদ্ধার করার জন্য, এই ভয়াবহ দুর্ঘটনার ফলে প্রচুর লোক কান্নায় ভেঙে পড়েন। যাত্রী দের উদ্ধার করার জন্য তৎপর স্থানীয় বাসিন্দারা ও রেল পুলিশ প্রশাসন।
বড়সড় এক্সিডেন্ট ময়নাগুড়ি দমোহানী রেলস্টেশন সংলগ্ন গোয়হাটি গামী এক্সপ্রেস।
IAS (ক্যাডার) আইন সংশোধনের প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের
More News-আবারও বৃষ্টিতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে আলু চাষীরা
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : আবারও বৃষ্টিতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে আলু চাষীরা। প্রায় প্রতি মাসেই নিয়ম করে দেখা মিলছে বৃষ্টির যার কারণে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে চাষীদের। বৃহস্পতিবার সোনামুখী ব্লক জুড়ে এমনই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়। যেখানে দেখা যাচ্ছে আলু জমিতে জমে রয়েছে জল এবং সেই জল চাষিরা জমি থেকে বের করার চেষ্টা করছেন । কিন্তু জমির সমস্ত জল বের করা সম্ভব হচ্ছে না চাষীদের পক্ষে । স্বাভাবিক ভাবেই আলুতে পচন ধরার আশঙ্কা থাকছে আলু চাষিদের মধ্যে। ফলে আলু নষ্ট হলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে তাদের ।অনেক চাষি রয়েছেন যারা আর্থিক ঋণ করে আলু চাষ করেছেন এখন সেই আলু নষ্ট হলে আগামী দিনে সেই ঋিন কিভাবে শোধ করবেন তাই ভেবে রাতে ঘুম ছুটেছে তাদের। তবে শুধুমাত্র আলু নয় শীতকালীন তৈলবীজ সরষে পাশাপাশি সবজির মধ্যে রয়েছে ফুলকপি পালং শাক সে গুলিও ক্ষতির মুখে পড়তে চলেছে । Continue Reading