Friday, December 6, 2024
- Advertisement -

বড়সড় দুর্ঘটনার কবলে অনুব্রত-র দেহরক্ষী সায়গল এর গাড়ি, ঘটনায় মৃত সায়গল এর দুই আত্মীয়।

- Advertisement -

নিশীথ দাসTV-20 বাংলা:-  গরু পাচার কাণ্ডে কিছুদিন আগেই সিবিআই জেরার মুখোমুখি হতে হয়েছিল অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে। আর এবার বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল সেই দেহরক্ষী সায়গল এর গাড়ি। মঙ্গলবার রাতে বীরভূমের ইলামবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। গাড়িতে ছিলেন দেহরক্ষী সায়গল ও তার আত্মীয়রা। দুর্ঘটনায় অন্তত দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন সায়গল হোসেন নিজেও। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে পরিবার নিয়ে বাড়ি ফিরছিলেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সামনে থাকা একটি ডাম্পারের সঙ্গে সরাসরি ধাক্কা লাগে ওই গাড়ির। ঘটনায় দুজনের মৃত্যুর হয়েছে। আহত বেশ কযেকজন। ইলামবাজারের জঙ্গল এলাকায় ঘটনাটি ঘটেছে।

একটি কালো চারচাকা গড়িতে ছিলেন সায়গল ও তাঁর পরিবার। গাড়িটি ডাম্পারে গিয়ে ধাক্কা মারে। উল্লেখ্য, কিছুদিন আগেই সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন সায়গলকে। গরু পাচার মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। অনুব্রত মণ্ডল কোথায় কোথায় যেতেন, কার সঙ্গে দেখা করতেন তা নিয়েই মূলত প্রশ্ন করা হয়েছিল তাঁকে। টাকা লেনদেনের বিষয়েও প্রশ্ন করা হয়েছিল সায়গলকে। এই গরু পাচার মামলায় সরাসরি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নাম জড়িত থাকলেও এখনও পর্যন্ত সিবিআই দফতরে হাজিরা দেননি অনুব্রত মন্ডল। আপাতত হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন বীরভূমের বেতাজ বাদশা কেষ্ট।

বড়সড় দুর্ঘটনার কবলে অনুব্রত-র দেহরক্ষী সায়গল এর গাড়ি, ঘটনায় মৃত সায়গল এর দুই আত্মীয়।

রণক্ষেত্র বেলঘরিয়ার এক নেশা মুক্তি কেন্দ্রে, যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল ভুয়ো ডাক্তারের বিরুদ্ধে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী৷

Kisanji কিষাণজির মৃত্যুর বদলা চেয়ে লাল কালিতে পোস্টার বাঁকুড়ার জঙ্গলমহলের।

মানিকচক থানার আইসির উদ্যোগে ইফতার পার্টী।

তবে তাঁর দেহরক্ষীর গাড়ির এই দুর্ঘটনা নিয়ে জল্পনা বাড়ছে বিভিন্ন মহলে। সায়গল শুধু মাত্র একজন দেহরক্ষীই নন, সায়গল অনুব্রত-র অনেক কাজকর্মের সাক্ষী বলেই মনে করা হয়, আর সেই কারণেই তাঁকে তলব করেছিল সিবিআই-এর গোয়েন্দারা। এ ছাড়া, অনুব্রতকে মেরে ফেলা হতে পারে, এমন জল্পনাও উস্কে দিচ্ছেন বিরোধীরা। আর তার মধ্যেই অনুব্রতর দেহরক্ষীর গাড়ি যে ভাবে দুর্ঘটনার মুখে পড়ল, তা সাধারণ কি না, সেই নিয়ে ও প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments