Friday, December 6, 2024
- Advertisement -

বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল পাথর ভর্তি ডাম্পার গাড়ি।

- Advertisement -

কনক অধিকারী, ময়নাগুড়ি :- ক্রান্তি ব্লকের লাটাগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বালাডাঙ্গী মোড় একটি পাথর ভর্তি ডাম্পার গাড়ি বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল। প্রত্যক্ষদর্শী জানালেন আনুমানিক সকাল ছটা সাড়ে ছটার দিকে টার্নিং নেওয়ার সময় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। রাস্তার ধারে লোহার ব্যারিকেড গাড়িতে কোন রকম ভাবে আটকায় থাকে। লোহার বেরিকেট না থাকলে গাড়িটি জলাশয় এর পড়ে যেত। পাথর ভর্তি থাকায় গাড়িটিকে তুলতে বেশ ভালই সময় লেগে যায়। চারখানা ট্রাংকের সাহায্যে গাড়িটিকে তুলা হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি দেখতে বেশ ভিড় জমে যায়।তবে কেউ হতাহত হননি।

বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল।

MORE NEWS – এগরা পৌরসভা এলাকায় নজরে পড়ছে মরণ ফাঁদ।

Tv20 Bangla:- পৌর এলাকার বাসিন্দা’রা এখন বিপদের সম্মুখে।পৌর এলাকার খামখেয়ালীপনায় বিপদে পড়বে পথচারী মানুষজন। এগরা পৌরসভা এলাকায় পথচলতি মানুষের নজর কেড়েছে এই “মেইন হোল”। পৌরসভা এলাকাধীন ১ নম্বর ওয়ার্ড পটলাইকা কলোনী’তে নজরে আসে এই অবস্থা।গত কয়েক দিন থেকেই “মেইন হোল” গুলি উন্মুক্ত অবস্থায় রয়েছে। স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, বেশ কিছুদিন আগে থেকেই এমন উন্মুক্ত অবস্থা নজরে আসে। কিন্তু কে বা কারা অথবা কি কারণে ” মেইন হোল” গুলো খুলে রেখেছেন সেটাও কিন্তু স্থানীয়রা জানেন না। স্থানীয়রা আরও বলেন, যদি পৌরসভা থেকে এমন কোনো কর্মসূচি চলছে তবে সামনেই সতর্কবার্তার বোর্ডিং দেওয়া উচিৎ ছিল। এই অসতর্কীকরণ এর জেরে বিপদে পড়তে পারে মানুষ থেকে শুরু করে অবলা প্রাণী। আমাদের একটাই অনুরোধ যে, CONTINUE READING

MORE NEWS – বডি বিল্ডিং এ বিশ্ব জয়, মিস্টার ইউনিভার্স বঙ্গসন্তান গৌরব মুখার্জির।

উত্তর ২৪ পরগনা, বারাসাত, নিশীথ দাস ,TV-20 বাংলা:- বডি বিল্ডিং এ বিশ্ব জয় করার স্বপ্ন নিয়ে চার বছরের পথ চলা বঙ্গসন্তান গৌরব মুখার্জির। তিনবার মিস্টার ইন্ডিয়ার খেতাব জয়ী, গৌরবের মাথায় এবার মিস্টার ইউনিভার্স এর মুকুট। পুনে মহারাষ্ট্রের ছত্রপতি শিবাজী স্পোর্টস কমপ্লেক্স এ অনুষ্ঠিত খেলায় দেড় হাজার প্রতিযোগীর সাথে প্রতিযোগিতা করে এই খেতাব টি ছিনিয়ে নিয়ে আসে উত্তর ২৪ পরগনা মধ্যমগ্রামের গৌরব মুখার্জি। তার এই এগিয়ে যাওয়ার পথে দৃঢ় মনোবলের সাথে মেনে চলতে হয়েছে সঠিক রুটিন, করতে হয়েছে কঠোর পরিশ্রম ও। CONTINURE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments